Powered By Blogger

Monday, July 15, 2024

বিচিত্রা ১৭

যে যা ইচ্ছা করছে করুক 
তুমি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ো না
আর অন্যকে বিচ্যুত হ'তে সাহায্য ক'রো না।
সামনে যা ঘটছে দেখতে তুমি পাচ্ছো বটে
দেশ জুড়ে কারা যেন বলছে ডঙ্কা বাজিয়ে, 
যত পারো আখের নাও গুছিয়ে
ভাঁড় মে যায় ঈশ্বর, ভাঁড় মে যায় দেশ!
যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ
বিভীষণের রাজা হওয়ার দিন কিন্তু শেষ।
পড়েছো মোগলের হাতে
খানা খেতে হবে কিন্তু একসাথে!
নইলে যাবে কিন্তু গর্দান
শয়তানের এ নিদান।
এসো লুটেপুটে নিই দিনেরাতে।

ঠিক তেমনি মনে রেখো
দয়ালের সাথে খেলছো গেম বন্ধু!
দিনের শেষে ফল পেতে হবে হাতে হাতে!!
( লেখা ১৫ই জুলাই, ২০১৯)

No comments:

Post a Comment