সুন্দর-সুন্দরী হওয়ার চেয়ে তুমি অন্তরে হও সুন্দর-সুন্দরী।
যুধিষ্ঠির না হওয়াই ভালো, অন্তরে থাকো হ'য়ে সত্যের পূজারী।
তুমি দরিদ্র হও ক্ষতি নাই, কিন্তু অন্তরে থাকো ধনী প্রতিনিয়ত।
তোমার লেখাপড়া জানার নেই দরকার, অন্তর হ'ক শিক্ষিত।
শরীরে শক্তিমান অথচ মরার মত, নেই দরকার তেমন হওয়ার
মহাশক্তি ঘুমায় তোমার হৃদয়ে জাগাও তাকে অনিবার।
অর্থে নাই বা হ'লে স্বচ্ছল, নাই বা পাতলে কারও কাছে হাত
দয়ালের মত অপরের তরে বাড়িয়ে হাত দিও অসময়ে সাথ।
চাওয়া পাওয়া হ'ক একটাই, 'তুমি প্রভু, শুধু তুমি';
দেহ-মন-প্রাণ-অন্তর জুড়ে শুধু তুমি, তুমি আর তুমি।
No comments:
Post a Comment