চিঠিঃ সৎসঙ্গী গুরুভাইবোন,
একটা কথা বলি, যেখানে ঠাকুর ও ঠাকুর পরিবার বিরোধী, আচার্য ও আচার্যপরম্পরা বিরোধী যাই-ই দেখি, শুনি সে বিষয়ে ভালো ক'রে বুঝে নিয়ে, জেনে নিয়ে এসো মানুষের চোখ কান খুলে দাও, সত্যকে উন্মোচন ক;রে দাও সকলের কাছে কিন্তু কোনওরকম বিদ্বেষ মনে না রেখে। রুখে দাঁড়াও, তেজোদীপ্ত হও, প্রতিবাদে মুখর হও, সত্য বল। আমরা সবাই যেন তাই করি ও বলি। ঠাকুরের ওপর বিচারের ভার তুলে দেওয়ার অজুহাতকে হাতিয়ার ক'রে তাত্ত্বিক আমেজে ডুবে থেকে হাতপা গুটিয়ে বসে না থাকি।
কিন্তু স্মরণে রাখি যেন দয়ালের কথা, সত্য বল কিন্তু সংহার এনো না। স্পষ্টভাষী হও কিন্তু মিষ্টভাষী হও। আর ক্রোধ নয় তেজ ছড়িয়ে দাও, তেজে জ্বলেপুড়ে খাক ক'রে দাও ঠাকুরবাড়ি বিরোধীতার ঘৃণ্য চক্রান্ত দিকে দিকে সারা বিশ্বজুড়ে। যে তেজে থাকবে বিনয়, দৃঢ়তা। কারণ ঠাকুর বললেন, তেজ মানে ক্রোধ নয়কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা।
খুব খুব ভালো ও আনন্দে থাকো। জয়গুরু।-( লেখা ২৯শে জুলাই, ২০২৩)
No comments:
Post a Comment