Powered By Blogger

Monday, July 15, 2024

বিচিত্রা ১৫

রাত গভীর, সময় পৌনে দুটো,
বাইরে অঝোর ধারায়
রিমঝিম রিমঝিম বরষা!
ঝিঁঝিঁপোকা, ব্যাঙের ডাক, নিস্তব্দ রাত্রি
ঘরে একাকী প্রভু তুমি ভরসা!!
নিস্তব্ধ গভীর রাতে প্রভু
শুধু তোমায় মনে পড়ে!
রিমঝিম রিমঝিম বরষাতে
মন তরঙ্গ নাচেরে,
মন তরঙ্গ নাচে!!
নিশুতি রাত, নিষুপ্ত পৃথিবী,
নিস্তব্ধ সময়!
আমি একাকী, মিলিবারে চায় প্রাণ,
প্রভু আমি তুমিময়!!
আজ সকালে রোদ হেসেছে, বৃষ্টি নিয়েছে ছুটি!
জীবন বীণায় সুর জেগেছে, যত বাঁধন গেছে টুটি,
মোর বাঁধন গেছে টুটি;প্রভু তোমার চরণ তলে লুটি!
( ১৫ই জুলাই,২০১৭)

No comments:

Post a Comment