Powered By Blogger

Monday, July 29, 2024

উপলব্ধিঃ কষ্ট হয়।

একটা কথা ভেবে কষ্ট হয় যে আমরা যারা কাপড় পড়ে আছি সেই কাপড় পড়াদের মধ্যে আমিও যে একজন সে কথা আমরা ভুলে যাই। আমরা যে সবাই সেই উলঙ্গ রাজার মত! নিজে যে উলঙ্গ তা দেখতে পাই না। অন্যকেই উলঙ্গ দেখি খালি! তাই ছোটোবেলা থেকে আজ এই বয়স পর্যন্ত ঠাকুরের একই কথার প্রতিধ্বনি শুনে এলাম ঠাকুরবাড়ির ঠাকুর পরবর্তী আত্মজদের মুখেঃ ঠাকুরের সঙ্গে তোমার চলনায় কোথায় কতটা মিল আর কতটা অমিল তা খুঁজে দেখো আর নিজেকে করো সংশোধন! আর তাই ক'রে চলি প্রতিনিয়ত। ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমি যেন সেই কাজে সফল হ'ই আর তোমার মনের মত হ'য়ে উঠি।

No comments:

Post a Comment