Powered By Blogger

Sunday, July 14, 2024

বিচিত্রা ১২

মিথ্যাকে হাতিয়ার ক'রে
সত্যের বুকে মারছো লাথি,
হ'য়ে কুয়োর ব্যাঙ মনে করছো
নিজেকে আজ মস্ত হাতি।
দেখা যাক ঠাকুর কা'কে দেন সাথ
আর কার হন সাথী।
সত্যের না মিথ্যার।
কুম্ভকর্ণেরা ঘুমিয়েছিল বেশ
হঠাৎ উঠলো জেগে
লম্ফ দিয়ে ঝম্প মেরে
আর ঢাক ঢোল বাজিয়ে
রাজ্য জয় করতে পড়েছে বেড়িয়ে
রেগে মেগে ইষ্টপ্রেমী সেজে।
ইষ্টকাজে দিয়ে বাধা ইষ্টপ্রেমী সাজে।
ইষ্টপ্রাণতার কানাড়া বাজিয়ে
রাজ্য জয়ে মাতে।
শেষের সেদিন কিন্তু মরবে কিন্তু হেগে।
কুম্ভকর্ণের ঘুম ভেঙ্গেছে?
চলেছো যুদ্ধ করতে জয়?
মনে রেখো গুরুভাই কুম্ভকর্ণের পরিণতি,
মনেতে রেখো ভয়।
ইষ্টকাজ করার নামে ঘেঁটে দিতে চাইছো সব?
'দাও ঠাকুর লন্ডভন্ড ক'রে লুটেপুটে খায়'
করছো রাতদিন জপ।
শেষের সেদিন উত্তর পাবে সব।
(১৪ই জুলাই, ২০১৮)





No comments:

Post a Comment