Powered By Blogger

Thursday, July 4, 2024

উপলব্ধি ৪৮ঃ ক্ষমতা

অর্থ, মান, যশ সে যে ক্ষমতাই হ'ক...
ক্ষমতা পেলে মানুষ যায় অতীত ভুলে,
ক্ষমতা পেলে মানুষ তার স্বরুপ ধরে তুলে।
ক্ষমতা পেলে মানুষ শালীনতা ভুলে যায়।
ক্ষমতা পেলে মানুষ হিতাহিত জ্ঞান হারায়।
ক্ষমতা পেলে মানুষ তোষামোদিদের বাহবা পায়।
ক্ষমতা পেলে মানুষ খোশামোদি পেতে চায়।
ক্ষমতা পেলে মানুষ অহংকারী হ’য়ে পড়ে।
ক্ষমতা পেলে মানুষ ভাই বন্ধু ভোলে।
ক্ষমতা পেলে মানুষ হাওয়াই উড়তে চায়।
ক্ষমতা পেলে মানুষ কথার বুলি ফোটায়।
ক্ষমতা পেলে মানুষ সম্পর্কের ইতি টানে।
ক্ষমতা পেলে মানুষ নির্মম আঘাত হানে।
ক্ষমতা পেলে মানুষ শূন্যে লাফ মারে।
ক্ষমতা পেলে মানুষ নিজেকে সাজায় রত্নহারে।
ক্ষমতা পেলে মানুষ মানুষের জন্যে নয়।
ক্ষমতা পেলে মানুষ দেখায় মানুষকে ভয়।
ক্ষমতা পেলে মানুষ শোনায় প্রবচন।
ক্ষমতা পেলে মানুষ সাজা সাধু হন।
ক্ষমতা পেলে মানুষ হয় বিত্তশালী দমদার।
ক্ষমতা পেলে মানুষ করে ক্ষমতার অপব্যবহার।
ক্ষমতা পেলে মানুষ নীতি কথা শোনায়।
ক্ষমতা পেলে মানুষ মানুষকে হারায়।
ক্ষমতা পেলে মানুষ তার চলন কথা বলে।
ক্ষমতা পেলে মানুষ তার ভোল বদলে ফেলে।
ক্ষমতা পেলে মানুষ তার চেতনা লুপ্ত হয়।
ক্ষমতা পেলে মানুষ পায় তার মনুষ্যত্ব লয়।
ক্ষমতা পেলে মানুষ আকাশে পাখনা মেলে।
ক্ষমতা পেলে মানুষ মেলাতে চায় তেলে আর জলে!
ক্ষমতা পেলে মানুষ নিজেই নিজেকে অবশেষে পায় ভয়।
ক্ষমতা পেলে মানুষ এমনিভাবেই ডেকে আনে তার ক্ষয়।
ক্ষমতা পেলে মানুষ ভাবে নিজেকে অধীশ্বর,
ক্ষমতা পেলে মানুষ ডেকে আনে শেষের সেদিন এক ভয়ংকর।
( লেখা ৪ই জুলাই, ২০১৮)

No comments:

Post a Comment