প্রচারের ফানুশ উড়িয়ে কি
মানুষের কিছু মঙ্গল করা যায়?
তুমি বলবে, নিজের ঢাক নিজ
পেটাবার যুগ বন্ধু
বাকী সব ভাঁড় ম যায়!
সমাজ ব্যবস্থার দোহই দিয়ে
নিজের ফাঁকি নিইজে ঢেকে রেখেছো।
নিজ চরিত্রের ফাঁক আর ফাঁকির কবলে
পড়ে নিজেই নিজেকে মারছো।
তুমি খব প্রচার করছো, ছোটোবড় সবেতেই
প্রচারের ঢাক পেটাচ্ছো অর্থাৎ
তুমি কিচ্ছু করছো না আর কছো না বলেই
প্রচারের ঢাক পেটাচ্ছ
কেউ রাখেনি কথা যে বসেছে সিংহাসনে।
প্রচারে শুধুই ঢাক বেকেছে, ফোটেনি আচরণে।
ঢাক না বাজিয়ে, প্রচার না ক'রে
প্রেম করো, করো প্রেম, শুধু প্রেম
চুটিয়ে প্রেম, ঈশ্বর প্রেম।
নেবে যাবে রক্তচাপ, শান্ত হবে ব্রেন।
( লেখা ১৪ই জুলাই, ২০১৯)
No comments:
Post a Comment