বর্তমান সময়!
ভালো মানুষ সেজে থাকো ভালো মানুষ হ'য়ো না;ভালো কথা মুখে ব'লো কিন্তু ভালো কাজ ক'রো না।
যে তোমার চোখ খুলে দিয়েছে প্রথমেই খোলা চোখে
তাকে মারো, মেরে উপরে উঠে যাও।
যে তোমার চোখ খুলে দিয়েছে
প্রথমেই তার চোখ উপড়ে নাও।
কারও চোখ খুলে দিয়েছো কি মরেছো!
খোলা চোখে প্রথমেই দেখবে সে
তুমি কি অপরাধ করেছো!!
কারও চোখ খুলে দিতে যেও না,
চোখ খুলে গেলেই তোমার চোখ খুবলে নেবে প্রথমেই।
যদি ভুল ক'রে থাকো বা ব'লে থাকো
তাহ'লে তাকে তৎক্ষণাৎ আরো ভুল দিয়ে চাপা দাও,
সাবধান! ভুল করতে যেন কখনো ভুল ক'রো না!
চোখে আঙ্গুল, মুখে আঙ্গুল, কানে আঙ্গুল মানে কি?
ভালো কিছু দেখো না, ভালো কিছু ব'লো না
আর ভালো কিছু শুনো না।
টাকা আপন মানুষ পর যত পারিস টাকা ধর!
চোখে মুখে অনুতাপ করো অন্তরে কিন্তু নয়।
সুযোগ পেলেই মারো দাঁও ক'রে নয়ছয়!
প্রসারণেই দুঃখ আর সংকোচেই সুখ!
প্রসারণে শুধু অপমান আর লাঞ্ছনা,
সংকোচে নেই কোনও লজ্জা,
নেই কোনও তথাকথিত দুখ।
বড়কে ছোটো করো আর ছোটোকে করো আরও ছোটো
ছোটো ক'রে লাথি মেরে দাও পাতালে ঢুকিয়ে।
আর এটাই হ'ক Motto, নীতিবাক্য।
প্রশংসা দিতে কৃপণ সাজো আর প্রশংসা নিতে হ্যাংলা হও।
সত্য ব'লো না, সত্য দেখো না, সত্য বলতে ও দেখতে যেও না,
কিন্তু সংহার এনো, সংহার আনতে ভুলে যেও না।
সৎ কথা মুখে বলো কিন্তু খবরদার ভেবো না,
অনুভব ক'রো না, আচরণে তো নয়ই।
আনসান বলো, ব'লে যাও; যা ইচ্ছা তাই করো, ক'রে যাও;
পারলে না ক'রে শুধু ব'লে যাও
আর তা বলো ও করো আত্মপ্রশংসা ও
খ্যাতি বিস্তারের জন্য।
যারা উলঙ্গ হ'য়ে রাস্তা দিয়ে হাঁটছে তাদের লজ্জা লাগছে না
লজ্জা লাগছে যারা উলঙ্গদের দেখছে।
তাই তুমি উলঙ্গ হ'য়ে হেঁটে যাও, লজ্জা পেও না;
লজ্জা লাগুক তাদের যারা বেহায়ার মতো
তোমায় দেখছে।
( লেখা ২৫শে জুলাই ২০২৩)
No comments:
Post a Comment