নিজের ভুলে সবারই তোমার মতো
মাথার ঘায়ে কুত্তার অবস্থা।
এ নির্ম্মম সত্য। তাই যদি বাঁচতে চাও
এখনো সময় আছে জীবন্ত ঈশ্বরের স্মরণ নাও
আর তাঁর চলন পুজো করো।
দিব্যজীবন নাকি রিপুতাড়িত প্রবৃত্তিমুখর জীবন?
কোনটা চাও তোমার জন্য ও তোমার সন্তানের জন্য?রিপুতাড়িত প্রবৃত্তিমুখর জীবন যদি চাও
তবে আদর্শহীন জীবন বেঁচে নাও ও
আকাশের ভগবান, বোবা ভগবানের
প্রতি নিবেদিত প্রাণ হও।
আর, দিব্যজীবনের যদি অধিকারী হ'তে চাও
তাহ'লে জীবন্ত ঈশ্বরের চরণাশ্রিত হও ওতাঁর চলন পুজোয় মগ্ন হও,,মাতাল হও।
অর্থ-মান-যশ-সফলতা ও প্রতিষ্ঠা সব পাবে।
যত তাড়াতাড়ি বাবা-মায়েরা
আদর্শকেন্দ্রিক দিব্যজীবনের
প্রয়োজনীয়তা বুঝবে তত তাদের
সন্তানদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুরক্ষিত থাকবে।
দয়ালের চরণে আমার একান্ত প্রার্থনা
ঐ সমস্ত বর্তমান ও ভবিষ্যৎ শিশুদের জন্য যে
তাদের তুমি রক্ষা করো ও তাদের বাবামায়েদের
বন্ধ চোখ খুলে দাও।
( লেখা ২৫শে জুলাই'২০২৩)
No comments:
Post a Comment