Powered By Blogger

Monday, July 29, 2024

উপলব্ধিঃ মন চায়।

মন চায় সবাইকে নিয়ে জড়িয়ে ধ'রে থাকতে কিন্তু কেন জানি পারি না, কোথায় যেন কে বা কি যেন বাধা হ'য়ে সামনে এসে দাঁড়ায়। দূরত্ব রচনা ক'রে দেয়! রাগ হয়, কষ্ট হয় কিন্তু মুখ ফুটে বলতে পারি না। এখন স্পষ্ট দেখতে পাই মানুষ কিসে কেমন ক'রে আনন্দে সুস্থ হ'য়ে দীর্ঘ জীবন লাভ করতে পারে, বলতেও চেষ্টা করি কিন্তু পথ জানা থাকা সত্বেও বলতে গিয়েও কেন জানি গলায় কথা আটকে যায়। তাই প্রিয়জন চলে গেলে বা দূরে সরে গেলে বুকের ভেতরে দম বন্ধ হ'য়ে আসে মুখে বলতে পারি না তা। আমার কাছের দূরের প্রিয়জন তোমরা সবাই ভালো থেকো, মিলেমিশে থেকো, আনন্দে থেকো ছোট্ট দু'দিনের জন্য আসা এই পৃথিবীতে।

No comments:

Post a Comment