গ্রহের বিগ্রহ যদি থাকে জীবনে
ভয় কি আর আছে আমার জীবনে মরণে?
দয়াল আমার বিগ্রহ দয়াল আমার প্রাণ
নামের তুফান তুলে করি দয়াল ধামে অভিযান।
দয়াল প্রভু আছে আমার শয়নে স্বপনে জাগরণে
আছে আমার পরাণ মাঝে জীবনে-জীবনে।
জীবন মাঝে বন্ধু ছিল যারা স্বার্থের টানে
স্বার্থের পৃথিবীতে থাক তারা ভালো, খুব ভালো।
আমি থাকি একাকী, আর যে ক'দিন আছি
দয়াল আমার সাথী, বাঁচি আমি দয়াল নিয়ে প্রাণে।
দয়াল আমার প্রাণ ভোমরা দয়াল জীবন মাঝি
শয়নে স্বপনে জাগরণে ভোজনে নয়নে নয়নে
সর্ব্বক্ষণে প্রতি পলে পলে রুধিরার মাঝে ঝড় তুলে
আমি দয়াল নিয়েই বাঁচি, আমি দয়াল নিয়েই বাঁচি।
জীবন মাঝে আর কেহ নাই, শুধু দয়াল আমার বন্ধু,
মহাসিন্ধুর ওপার থেকে ডাক দিয়ে কে যেন বলে আমায়,
আয় আমার কাছে আয়, দু'য়ে মিলে বাঁচি, দু'য়ে মিলে বাঁচি।
জীবন মাঝে আজ আর কেহ নাই, আর কিছু নাই
শুধু দয়াল নিয়েই বাঁচি আমি, দয়াল নিয়েই বাঁচি। প্রবি।
No comments:
Post a Comment