Powered By Blogger

Friday, July 5, 2024

কবিতাঃ স্বপ্ন আমার..........।

.
আমি রাজি! আমি রাজি!!
আজকে যদি বৃষ্টি নাবে
স্বপ্নার স্বপ্ন মাঝে হাঁটতে আমি আজি!
বৃষ্টি ভেজা পিছল পথে স্বপ্ন নিয়ে মাথে
রঙিন নেশায় মাতাল হ'য়ে হাঁটবো আমি
স্বপ্নমাখা স্বপ্নার সাথে স্বপ্নপুরীর পথে
হাতে হাত রেখে!
স্বপ্নার বুকে মাথা রেখে শুনবো আমি
স্বপ্নমাখা না বলা অনেক কথা
মায়ের মতো হাত বুলিয়ে নেবে শুষে
বুকের মাঝে অনেক জমে থাকা ব্যথা।
নদীর পাড়ে বসবো এসে ভাসিয়ে জলে দুখ
স্বপ্ন চোখে দেখবো স্বপ্নার মিষ্টি স্বপ্নমাখা মুখ!
বৃষ্টি ভেজা মাথায় আমি বৃষ্টি ভেজা রাতে
স্বপ্নার স্বপ্ন সাথে বসবো সেথায় রেখে হাত হাতে।
স্বপ্ন তুমি কোথায় থাকো? স্বপ্নার বুকের মাঝে?
নিটল স্বপ্ন দুই কুড়িয়ে নেবো, স্বপ্না মুখ লুকোবে লাজে!
স্বপ্না আমার স্বপ্ন দেখায় বলে, চলো স্বপ্নলোকে যাবে?
হাজার স্বপ্ন করে খেলা সেথায় স্বপ্নরাজার দেশে!
একদিন নয় দু’দিন নয় সারাটা জীবন নাহয়
করবো আমার কাজ মাটি
স্বপ্নার স্বপ্ন মাঝে ডুব দিয়ে মন বলে,
চলো স্বপ্নরাজার দেশে যাবো
স্বপ্ন আমার স্বপ্নসাথে হাঁটি
স্বপ্নার স্বপ্নসাথে হাঁটি!
( লেখা ৬ই জুলাই, ২০১৮)

No comments:

Post a Comment