Powered By Blogger

Thursday, September 28, 2023

তথ্য সম্প্রচার। বিশেষ বিজ্ঞপ্তি: (FAKE PAGE ALERT !!!)

বিষয়: মূল পেজ ও ক্লোন পেজ।
সম্প্রতি 'খড়দহ সৎসঙ্গ কেন্দ্র'-এর নামে আরো একটি পেজ খুলে কতিপয় 'খড়দহ সৎসঙ্গ কেন্দ্র' বিরোধী সুযোগসন্ধানী ঠাকুরকে আয়ের উপকরণ বানিয়ে সাধারণ সৎসঙ্গীদের বিভ্রান্ত করার মরিয়া প্রচেষ্টা চালিয়ে চলেছে। এই ফেক পেজের সঙ্গে যুক্ত কিছু ইস্টবিরোধী মানুষ সৎসঙ্গী সেজে বহুদিন ধরে খড়দার সাধারণ সৎসঙ্গীদের সঙ্গে ভয়ঙ্কর ৪২০খেলায় মেতে উঠেছে। খড়দার সাধারণ সৎসঙ্গীদের কাছে আত্মপ্রতিষ্ঠার উন্মাদনায় খড়দার বুকে ফেক পেজ খোলার মধ্যে দিয়ে যে কলঙ্কজনক অধ্যায় সূচিত হ'লো তা সৎসঙ্গের বুকে ইতিহাস সৃষ্টি করলো! এই ফেক পেজের খল নায়কেরা এমনভাবেই ক্লোন কেন্দ্রের জন্ম দিয়ে সাধারণ সৎসঙ্গীদের কাছ থেকে শ্রীশ্রীঠাকুর ও সৎসঙ্গের নামে আগামীদিনে অবৈধ রোজগারের রাস্তা খুলে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করলো। এই পেজের জনকেরা সৎসঙ্গ জগতে পৃথিবীর প্রথম সৎসঙ্গ ক্লোন কেন্দ্রের জনক! খড়দহ সৎসঙ্গীদের জানার সুবিধার জন্য নিম্নে মূল খড়দহ সৎসঙ্গ কেন্দ্র ও ক্লোন কেন্দ্রের নমুনা তুলে ধরা হ'লো।
মূল কেন্দ্র: Khardaha Satsang Kendra. (ইংরেজিতে)
ক্লোন কেন্দ্র: খড়দহ সৎসঙ্গ কেন্দ্র। (বাংলায়)
মূল কেন্দ্র 'খড়দহ সৎসঙ্গ কেন্দ্র'-এর জন্ম তারিখ ১০ই সেপ্টেম্বর'২০১৭
মূল কেন্দ্র খড়দহ সৎসঙ্গ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আশীর্বাদ প্রদান করেন পরম পূজ্যপাদ শ্রীশ্রীবাবাইদাদা। তিনি শ্রী প্রকাশ বিশ্বাসদাকে ১০ই সেপ্টেম্বর'২০১৭ ভোরবেলা এই আশীর্ব্বাদ প্রদান করেন এবং আশীর্ব্বাদ প্রদানের সঙ্গে সঙ্গে মূল কাজ হিসেবে বর্তমানে খড়দা অঞ্চলে 'সৎসঙ্গ, দীক্ষা, ইষ্টভৃতি' এই তিন বিষয়ে কাজ করার নির্দেশ দান করেন। সেইদিন প্রকাশদার সঙ্গে উপস্থিত ছিলেন প্রকাশদার স্ত্রী ও পুত্র-কন্যা। সেই নির্দেশ মাথায় নিয়ে আজও খড়দার বুকে 'সৎসঙ্গ, দীক্ষা ও ইষ্টভৃতি' এই তিন মহান যজ্ঞ নিষ্ঠার সঙ্গে পালন হ'য়ে চলেছে খড়দহ অঞ্চলের দীক্ষিতদের নিয়ে।
মূল কেন্দ্র Khardaha Satsang Kendra পেজের জন্ম তারিখ ১৯শে সেপ্টেম্বর'২০১৭।
আজ তিন বছর ধ'রে খড়দহ অঞ্চলে Khardaha Satsang Kendra দ্বারা অনুষ্ঠিত ও পরিচালিত সমস্ত অনুষ্ঠানের বিবরণ এই পেজে বর্তমান! যে কেহ এই পেজের মাধ্যমে এই কেন্দ্র সম্পর্কে প্রকৃত সত্য জানতে পারে ও নিজেকে আপডেট রাখতে পারে।
ক্লোন কেন্দ্র খড়দহ সৎসঙ্গ কেন্দ্রের পেজের জন্ম তারিখ ১৫ইআগস্ট'২০২০। এই কেন্দ্রের জনকদের চেতনা ফিরে আসুক, শুভবুদ্ধির উদয় হ'ক। ঠাকুরের মিশনকে যে বা যারা ফেক পেজ তৈরি ক'রে কলঙ্কিত করতে চাইছে, ঠাকুরের রথকে আটকাতে চাইছে, সাধারণ সৎসঙ্গীদের বিভ্রান্ত করতে চাইছেন, আমিত্ব প্রতিষ্ঠার অন্ধ মোহে শ্রীশ্রীবাবাইদাদার আশীর্ব্বাদ কে পা দিয়ে নির্ম্মমভাবে কুচলে দিতে দ্বিধা করছে না, অবৈধ ক্ষমতার অধিকারী হ'য়ে খড়দহ অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ঠাকুর ও তাঁর সৎসঙ্গ কেন্দ্র কে হাস্যকর ক'রে তোলার নিরবচ্ছিন্ন যে ঠাকুর বিরোধী ঘৃণ্য ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই অবৈধ বেআইনি মরণ পদক্ষেপ থেকে নিজেদের সরিয়ে আনুন নতুবা অচিরেই শেষের সেদিন ভয়ঙ্কর। আপনারা যারাই এই ঘৃণ্য অবৈধ বেআইনি কাজ করুন না কেন আপনাদের এই কাজের পরিণামস্বরূপ ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র-এর সৎসঙ্গ কেন্দ্রের অফিসিয়াল পেজের নামে ক্লোন পেজ তৈরি করা কতটা গর্হিত আইন বহির্ভূত কাজ তা সম্ভবত তলিয়ে দেখার চেষ্টা করছে না এই অন্ধ মানুষেরা! শ্রীশ্রীবাবাইদাদার আশীর্বাদকে লাথি মেরে শ্রীশ্রীঠাকুরের বুকে যে তীব্র ভয়ঙ্কর আঘাত দিচ্ছেন তাতে আপনাদের সাহস দেখে স্তম্ভিত হ'য়ে যায়! যে বা যারা যাদের সহযোগিতায় এই অবৈধ পেজ ক্রিয়েট করে ঠাকুর ও খড়দহ সৎসঙ্গ কেন্দ্রকে কলঙ্কিত ক'রে চলেছেন তাদের আই পি এড্রেস অচিরেই আইনি সহায়তায় চিহ্নিত করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চিহ্নিত করণের কাজ চলছে। শুধু যথাযথ পদক্ষেপ গ্রহণের আগে এই ঘৃণ্য পদক্ষেপ গ্রহণকারী ফেক পেজের আড়ালে থাকা মানুষদের সংশোধনের সুযোগ দেওয়া ঠাকুরের আদর্শ ও শ্রীশ্রীবাবাইদাদার নির্দেশানুযায়ী কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমরা Khardaha Satsang Kendra-এর কর্মীবৃন্দ অপেক্ষায় রইলাম।
নিম্নে ক্লোন পেজের নমুনা সঙ্গে লিঙ্ক দিলাম।
https://www.facebook.com/%E0%A6%96%E0%A7%9C%E0%A6%A6%E0%A6%B9-%E0%A6%B8%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0-227995335294323/




(লেখা ২৮শে সেপ্টেম্বর'২০২০)

No comments:

Post a Comment