Powered By Blogger

Sunday, September 17, 2023

উপলব্ধিঃ ঠাকুর কেমন পাগল চেয়েছিলেন?

তুমি ঠাকুর প্রেমে পাগল হও, এমন পাগলপারা জীবনের অধিকারী হও যেন তোমায় দেখে সে যেন ঠাকুরকে চিনতে পারে ও আপনা থেকেই ঠাকুরের প্রতি পাগলপারা জীবনের অধিকারী হ'য়ে ওঠে! তোমার ঠাকুর প্রতিষ্ঠার পাগলামোর ধাক্কায় সে যেন সত্যি সত্যিই তোমাকে পাগল ভেবে ভয় পেয়ে পালিয়ে না যায় আর সবাইকে তোমার থেকে দূরে সরিয়ে না নেয়। যাজন করো, তাঁর কথা বলো, দীক্ষার উপকারিতার কথা বলো কিন্তু যাজনের নামে জোর ক'রে দীক্ষা দেওয়ানো ঠাকুর পছন্দ করতেন না। শুধু ঠাকুর নয় এর আগে তিনি যতবার এসেছিলেন ততবারই একই কথা বলেছেন। আমরা যেন ভুলে না যায় আমরা কার কথা মানুষের কাছে বলছি। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র হ'লেন The greatest phenomenon of the world. এই কথাটা যেন আমরা মাথায় রাখি যাজন মানে হ'ল নিজের জীবন। নিজের জীবনটাই যাজনের প্রধান উদাহরণ। ঠাকুরের জীবনে কয়েকটা প্রিয় কোটেশানের মধ্যে একটা কোটেশানঃ "Example is the better than precept."। জয়গুরু।
(লেখা ১৮ সেপ্টেম্বর'২০১৮)

No comments:

Post a Comment