Powered By Blogger

Thursday, September 7, 2023

কবিতাঃ শেষের সেদিনে..

হে দয়াল! অশান্ত মন হ'ক শান্ত তোমার পরশে
তোমার ছোঁয়ায় যাক জুড়িয়ে শরীর আমার তপ্ত ক্লান্ত।
মন তুমি একবার থমকে দাঁড়াও,
বিবেকের ডাকে দাও সাড়া দাও।
সময় যায় যে চ'লে পরপারের ডাক এলো ব'লে!
পাততাড়ি গুটিয়ে যেতে হবে যে চ'লে
ওপারে এপারের সবকিছু ফেলে!
মন! তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ
ইষ্টপ্রতীকে আবির্ভূত হ'য়ে ডাকছে তোমায়
আকুল স্বরে তোমায় বাঁচাবে ব'লে !
সকাল থেকে সন্ধ্যে আবার সন্ধ্যে থেকে সকাল
জীবন মাঝে উঠলো শুধু ভাঙ্গার ঝড়,
গড়ে তুললাম ভালোবেসে অসীম আগ্রহে হিংসার গড়,
জীবন মাঝে সূর্যস্নাত উজ্জ্বল ভোরে দেখি বিষন্ন আলোর বিকাল!
হে দয়াল! মন কৃমির জ্বালায় অস্থির আমি বেসামাল
শুধু ভাঙছি, ভাঙছি, গড়া জিনিস ভাঙছি আর ভাঙছি
মত্ত পাগল আমি ভাঙ্গার খেলায় হ'য়ে মাতাল।
মন! তুমি একবারও কি ভেবেছো দেখে?
তুমি যা করছো আর ক'রে রেখেছো
তাই তুমি পাবে ফিরে শেষের ভয়ংকর সেদিনে
সুদ আর আসল সহ মেপে মেপে।
কি দিয়েছো তুমি সমাজকে আর কি করেছো
তুমি মানবজাতির তরে? হিংসার উস্কানি আর
ভাঙ্গার ফর্মুলায় বেঁধেছ গান, লিখেছো কবিতা
জীবন দুর্বিষহ করার খেলায় 'খেলা হবে, খেলা হবে'
ব'লে কষেছো খেলার ছক আর এঁকেছ যত ছবি তা
সে যতই উজ্জ্বল আর বর্ণময় হ'ক না কেন
শেষের সেদিনে ব্যর্থ মূল্যহীন হবে সব জেনো।
(লেখা ৭ই সেপ্টেম্বর'২০২১)

No comments:

Post a Comment