এ ধুলি শুধু নয়রে ধুলি ভুলিয়ো নারে
বন্ধু এ ধুলি এসো তুলি মাথায়।
দুখিলা দুখিলারে মন খুঁজে খুঁজে মরে
দুখিলা দুখিলারে মন দয়াল চরণ তরে!
দয়ালের চোখের তারায় প্রেমের ঢলাঢল
বঁধু ঐ চোখের তারায় হারিয়ে যাবো চল!
দু'চোখে প্রেমের আগুন হাওয়াই নিলো বাঁক
বাদল হ'য়ে পড়লো ঝ'রে বুকের মাঝে থাক!
*
হাসি ঐ প্রাণখোলা
ভরিয়ে প্রাণপেয়ালা
প্রেমেরই মাতাল সুরে
নিয়ে যায় অচিনপুরে
আমার হৃদমাঝারে জাগায় অসীম বল
আহারে আহারে প্রাণ যে টলমল!
বঁধু ঐ হাসির মাঝে হারিয়ে যাবো চল!
দয়ালের চোখের তারায় প্রেমের ঢলাঢল
বঁধু ঐ চোখের তারায় হারিয়ে যাবো চল।
প্রভু তুমি কোথায়! হে প্রভু তুমি কোথায়!
তোমার কথা ভাবি ভাবি যাবো আমি মরে ২
হে দুখিলা দুখিলা মন খুঁজে খুঁজে মরে এখন
পরাণ আমার উছলি হ'য়ে মন পাগলি
পরাণ আমার উছলি হ'য়ে মন পাগলি
মরি আমি যাবো রে চরণতলে মরি আমি যাবো।
চরণতলে মরি আমি যাবো রে দয়াল তোর চরণতলে।
দুখিলা দুখিলারে মন খুঁজে খুঁজে মরে
দুখিলা দুখিলারে মন দয়াল চরণ তরে!২-
বঁধু ঐ চোখের তারায় হারিয়ে যাবো চল!
দু'চোখে প্রেমের আগুন হাওয়াই নিলো বাঁক
বাদল হ'য়ে পড়লো ঝ'রে বুকের মাঝে থাক!
*
হাসি ঐ প্রাণখোলা
ভরিয়ে প্রাণপেয়ালা
প্রেমেরই মাতাল সুরে
নিয়ে যায় অচিনপুরে
আমার হৃদমাঝারে জাগায় অসীম বল
আহারে আহারে প্রাণ যে টলমল!
বঁধু ঐ হাসির মাঝে হারিয়ে যাবো চল!
দয়ালের চোখের তারায় প্রেমের ঢলাঢল
বঁধু ঐ চোখের তারায় হারিয়ে যাবো চল।
প্রভু তুমি কোথায়! হে প্রভু তুমি কোথায়!
তোমার কথা ভাবি ভাবি যাবো আমি মরে ২
হে দুখিলা দুখিলা মন খুঁজে খুঁজে মরে এখন
পরাণ আমার উছলি হ'য়ে মন পাগলি
পরাণ আমার উছলি হ'য়ে মন পাগলি
মরি আমি যাবো রে চরণতলে মরি আমি যাবো।
চরণতলে মরি আমি যাবো রে দয়াল তোর চরণতলে।
দুখিলা দুখিলারে মন খুঁজে খুঁজে মরে
দুখিলা দুখিলারে মন দয়াল চরণ তরে!২-
(লেখা ২০২০-২০২১ সালে/ 'রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাবো দূরে' গানের সুরে)
No comments:
Post a Comment