Powered By Blogger

Saturday, September 23, 2023

প্রবন্ধঃ চ্যানেল ১০ ও অন্যান্য সংবাদ মাধ্যম।



চ্যানেল ১০ ছিল ভারতের সংবাদ এবং বর্তমান ঘটিত সংবাদভিত্তিক একটি প্রধান বাংলা ভাষার টেলিভিশন নেটওয়ার্ক। কলকাতা ভিত্তিক এই চ্যানেলটি অংশীদারিত্বমূলক নেটওয়ার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোতে এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে সম্প্রচার শুরু করা হয়েছিল। সম্প্রতি প্রায় ৫০ জন দুষ্কৃতীর একটি দল এই চ্যানেলটির ওপর আক্রমণ চালায়। ভেঙ্গে চুরমার ক’রে দেওয়া হয় চ্যানেল ১০ অফিস। কোটি কোটি টাকার ক্ষয় ক্ষতি করা হয়। বর্তমানে চ্যানেলটির খবর সম্প্রচার সম্পূর্ণ বন্ধ। কবে আবার স্বমহিমায় ফিরে আসবে চ্যানেল ১০ কর্মীদের কেউ জানে না। কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ফিরে আসার। কিন্তু যে ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে স্টুডিয়োর তা সারিয়ে ফিরে আসা খুব কঠিন। এমনিতেই প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে চ্যানেলটি। এমনিতেই কর্মীরা বহুমাস বেতন না পেয়ে চালিয়ে যাচ্ছে চ্যানেলটি। তার ওপর এতবড় ভয়ংকর আঘাত যা কর্মীদের ভবিষ্যৎ এক কঠিন প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। কর্মীরা আজ চোখের জলে শ্মশান স্টুডিয়োয় হাতড়ে বেড়াচ্ছে ভাঙ্গাচোরাকে জোড়া লাগাবার তীব্র প্রচেষ্টায়।

কিন্তু সবচেয়ে দুঃখের ও আশ্চর্যের বিষয় কলকাতার বুকে একটা সংবাদ মাধ্যমের ওপর এতবড় আঘাত নেমে এলো অথচ অন্য সব টিভি সংবাদ মাধ্যম একেবারে চুপ!!!!!!!!! অদ্ভুত এক শ্মশান নীরবতা!!!!!! এই চরম সংকটের দিনে চ্যানেল ১০ একা!
একেবারে একা!! কেউ নেই! তুমি একা!!
কেন??????????
( লেখা ২৪শে সেপ্টেম্বর'২০১৪)

No comments:

Post a Comment