Powered By Blogger

Monday, September 18, 2023

গান/ প্রাণকাড়া ঐ রাঙা চরণ পর

প্রাণকাড়া ঐ রাঙা চরণ পর
আমার মন হারায় রে ২
ওরে তাঁর প্রাণে মন প্রাণ হারিয়ে
লুটিয়ে যায় চরণ তলে মন হারায় রে।
প্রাণকাড়া ঐ রাঙা চরণ পর আমার মন হারায় রে।
ও যে আমায় ঘরের বাহির করে 
চরণ তলে জড়িয়ে রাখে
আমার প্রাণ জুড়ায় রে।
ও যে টেনে আমায় নিয়ে যায় রে ২
যায় রে কোন চুড়ায় রে আমার প্রাণ জুড়ায় রে।
প্রাণকাড়া ঐ রাঙা চরণ পর 
আমার মন হারায় রে ২

ও কোনখানে কি রূপ দেখাবে
কোনখানে কি সুর শোনাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে আমার মন হারায় রে।
প্রাণকাড়া ঐ রাঙা চরণ পর 
আমার মন হারায় রে ২
( লেখা ২০২১-২২/( গ্রামছাড়া ঐ রাঙা মাটির পর গানের সুরে)

No comments:

Post a Comment