Powered By Blogger

Monday, September 11, 2023

কবিতাঃ গুপ্তধন!

আমাকে কেউ গুপ্তধনের সন্ধান দিতে পারো? পারো?? পারো???
যদি বোকা ও বোবা হতাম ভালো হত!
ভালো হ'তো যদি হ'তাম অন্ধাকালা!!
আরও ভালো হ'তো যদি না পেতাম গন্ধও শালা!!!
গুপ্তধন যদি পেতাম দেখাতাম তোমায়!
কথা দিলাম তোমায়, 
যদি পাই আর পেয়েও যদি না দেখায় 
কেড়ে নিও তায় পুনরায়!!
ধনদৌলত বিষয় সম্পদ কিছুই চাই না!
শুধু তোমাকেই চাই!!
চল ঘোড়া! অন্ধা দৌড়া!! মার হাতোড়া শালা!!! 
এইতো সময়! আর কথা নয়!! 
লাগা কানে তালা!!! মার হাতোড়া! 
মার হাতোড়া!! মার হাতোড়া শালা!!!
অন্যকে নিয়ে আলোচনা ক'রে 
সময় করছো কেন নষ্ট!? কেন?
নিজের লক্ষ্যে থাকো অবিচল, 
যে যা করছে করুক বিকল; 
মাথার উপর আছেন তিনি জেনো।
এ কথাটা জেনো স্পষ্ট।
সবাইকে সুযোগ দেন তিনি 
মানুষের জন্যে কিছু করার! 
শেষের সেদিন আফসোস যেন না হয় 
বন্ধু তোমার; সুযোগ পেয়েও কিছু না করার!!
আজ তুমি অন্যের জীবনে ঢালছো কঙ্কর!
মনে রেখো শেষের সেদিন তোমার ভয়ঙ্কর!!
অন্যের ক্ষতি ক'রে ভাবছো
তুমি থাকবে ভালো!? 
অপেক্ষা করো বন্ধু,
সেই ক্ষতি হাজার গুন আসবে ফিরে জীবনে
হ'য়ে ঘোর আঁধার কালো!!
তোমার ক্ষতি করছে যে জন 
ভাবছো তিনি তা দেখছেন না!? 
শুনছেন না তার কটু কথা!? 
ভাবছো পুজো রুপী ঘুষ দিয়ে 
পেয়ে যাবে পার? ভ্রম তা!
বিজ্ঞান বলে, 
সব ক্রিয়ার বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে।
ঈশ্বর বলেন, 
কাউকে ব্যথা দিলে, আঘাত দিলে 
ফিরে আসে তা হাজার গুন হ'য়ে।
(লেখা ১২ই সেপ্টেম্বর'২০১৮)









No comments:

Post a Comment