কোনও এক জ্যোৎস্না রাতে!
আমি একা বসে থাকি
আমি একা বসে থাকি
তারারা হাসে মিটিমিটি
কানে কানে বলে যায়
কানে কানে বলে যায়
সে তো আর একা নয়।
সে যে স্বপ্ন বিহ্বল জোছনা রাতে
অন্য কোনও সাথে।
তুমি আমার বলেছিলে আমায়
সে যে স্বপ্ন বিহ্বল জোছনা রাতে
অন্য কোনও সাথে।
তুমি আমার বলেছিলে আমায়
কোনও এক জ্যোৎস্না রাতে!
তুমি আমার বলেছিলে আমায়
তুমি আমার বলেছিলে আমায়
কোনও এক জ্যোৎস্না রাতে!
আমি একা চেয়ে থাকি
আমি একা চেয়ে থাকি
স্মৃতিরা আসে ভাসিভাসি
হৃদমাঝারে ঢেউ তুলে যায়
হৃদমাঝারে ঢেউ তুলে যায়
ব্যথার গরল ঢালি
সে যে কষ্ট ভীষণ একেলা রাতে
নেই কেউ সাথে।
তুমি আমার বলেছিলে আমায়
কোনও এক জ্যোৎস্না রাতে! সে যে কষ্ট ভীষণ একেলা রাতে
নেই কেউ সাথে।
তুমি আমার বলেছিলে আমায়
------------ সুর ও লেখা। প্রবি।
(বহু পূর্বে লেখা একেবারে প্রায় ৪০বছর আগে)
(বহু পূর্বে লেখা একেবারে প্রায় ৪০বছর আগে)
No comments:
Post a Comment