ঘুম আসছে না আজ।
ঘুম আসবে না আর
ঘুম আসবে না আর।
প্রভুর নয়ন আমায় ডাকে বারেবারে
আমার নয়ন তারায় জল কেন ঝরে?
ঘুম আসছে না আজ
ঘুম আসছে না আজ।
ঘুম আসবে না আর
ঘুম আসবে না আর।
তুমি কোথায় আজ প্রাণ যে খোঁজে তোমায়
প্রেমের হাওয়া বহে ঐ চোখের তারায়
প্রাণের মাঝে তোমার কায়া আলো ফেলে।
ঘুম আসছে না আজ।
ঘুম আসছে না আজ।
ঘুম আসবে না আর।
ঘুম আসবে না আর।
আকাশ বাতাস আজ কাঁদে তোমার তরে
প্রতিটি প্রাণ আজ ডাকে তোমায় আকুল স্বরে
ঘুম আসছে না আজ
ঘুম আসছে না আজ
ঘুম আসবে না আর।
ঘুম আসবে না আজ।
তোমার চরণতলে (আজ) প্রভু দাও গো থাকিতে
চলনপুজায় দেব অঞ্জলি অর্ঘ ডালায়
বুকের মাঝে ওঠে বেজে আনন্দ লহরী
ঘুম আসছে না আজ।
ঘুম আসছে না আজ।
ঘুম আসবে না আর।
ঘুম আসবে না আর।
ঘুম আসবে না আর
ঘুম আসবে না আর।
প্রভুর নয়ন আমায় ডাকে বারেবারে
আমার নয়ন তারায় জল কেন ঝরে?
ঘুম আসছে না আজ
ঘুম আসছে না আজ।
ঘুম আসবে না আর
ঘুম আসবে না আর।
তুমি কোথায় আজ প্রাণ যে খোঁজে তোমায়
প্রেমের হাওয়া বহে ঐ চোখের তারায়
প্রাণের মাঝে তোমার কায়া আলো ফেলে।
ঘুম আসছে না আজ।
ঘুম আসছে না আজ।
ঘুম আসবে না আর।
ঘুম আসবে না আর।
আকাশ বাতাস আজ কাঁদে তোমার তরে
প্রতিটি প্রাণ আজ ডাকে তোমায় আকুল স্বরে
ঘুম আসছে না আজ
ঘুম আসছে না আজ
ঘুম আসবে না আর।
ঘুম আসবে না আজ।
তোমার চরণতলে (আজ) প্রভু দাও গো থাকিতে
চলনপুজায় দেব অঞ্জলি অর্ঘ ডালায়
বুকের মাঝে ওঠে বেজে আনন্দ লহরী
ঘুম আসছে না আজ।
ঘুম আসছে না আজ।
ঘুম আসবে না আর।
ঘুম আসবে না আর।
(লেখা ২০২০-২০২১ সালে সম্ভবত/ কবির সুমনের 'ঘুম আসবে না আর' সুরে)
No comments:
Post a Comment