Powered By Blogger

Monday, September 18, 2023

গান/ শ্রাবণ ও ভাদর মাসে পরাণ ঘাসে

শ্রাবণ ও ভাদর মাসে পরাণ ঘাসে নতুন প্রাণের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আঁধার ঘরে নতুন গানের সুর উঠিছে।
হেই হো বড়মা রে
হেই হো দয়াল রে
শ্রাবণ ও ভাদর মাসে পরাণ ঘাসে নতুন প্রাণের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আঁধার ঘরে নতুন গানের সুর উঠিছে।২
ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে বড়মা আমার আশা
দয়াল প্রভু ঐ এসেছে দয়াল আমার বাসা।
লুটি লুটি পায়ে লুটি আলতা রাঙ্গাটি
দয়াল আমার বুকের মাঝে ভয়টি আমার কি?
মিউজিক............
শ্রাবণ ধারা অঝোর ধারা
প্রাণ কেড়েছে ঐ রুপ সাগরের ঢেউয়ে
গুমোট হাওয়া ভাদর ছাওয়ায়
দয়াল খোঁজে পরাণ আমার হ'য়ে হন্যে।
ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে বড়মা আমার আশা
দয়াল প্রভু ঐ এসেছে দয়াল আমার বাসা।
লুটি লুটি পায়ে লুটি রাতুল চরণটি
দয়াল আমার বুকের মাঝে ভয়টি আমার কি?
শ্রাবণ ও ভাদর মাসে পরাণ ঘাসে নতুন প্রাণের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আঁধার ঘরে নতুন গানের সুর উঠিছে।

নতুন প্রাণের ফুল, নতুন গানের সুর
পরাণ রশি দিয়া বাঁধি রাঙা চরণখানা।৩
ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে বড়মা আমার আশা
দয়াল প্রভু ঐ এসেছে দয়াল আমার বাসা।
লুটি লুটি পায়ে লুটি রাতুল চরণটি
দয়াল আমার বুকের মাঝে ভয়টি আমার কি?
নতুন প্রাণের ফুল, নতুন গানের সুর
পরাণ রশি দিয়া বাঁধি রাঙা চরণখানা। (টাপা টিনি সুরে গানটা)

No comments:

Post a Comment