আনন্দধারা বহিছে জীবনে
দিবসরজনী কত অমৃতরস উথলি যায় অশান্ত জীবনে।
আনন্দধারা বহিছে জীবনে।
আনন্দধারা বহিছে জীবনে।
মিউজিক।
আলোকঝর্ণা ঝরিছে জীবনেআলোকঝর্ণা ঝরিছে জীবনে
প্রভুর স্পর্শে কত আনন্দরস বহিয়া যায় ডুবন্ত জীবনে।
আলোকঝর্ণা ঝরিছে জীবনে
আলোকঝর্ণা ঝরিছে জীবনে
মিউজিক
পান করে আমার আমি প্রাণ (পরাণ) ভরিয়া
সদা সুপ্ত রহে যৌবন গতি
নিত্য প্রেম বহে জীবনে যৌবনে।
আলোকঝর্ণা ঝরিছে জীবনে।
আনন্দধারা বহিছে জীবনে।
মিউজিক
বসিয়া আছি আমি প্রভু তোমারি ধ্যানে
আত্মনিমগন তোমারি কারণে
চারিদিকে বাজে শুনি তোমারি বাঁশরী
আমার আমি তাতে ডুবে মরি
জীবন ভরিয়া লই অমৃত সুরা পানে
আনন্দধারা বহিছে জীবনে।
আলোকঝর্ণা ঝরিছে জীবনে।
মিউজিক
আনন্দধারা বহিছে জীবনে
মিউজিক
আলোকঝর্ণা ঝরিছে জীবনে
মিউজিক
আনন্দধারা বহিছে জীবনে
মিউজিক
আনন্দধারা বহিছে জীবনে
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অশান্ত জীবনে।
মিউজিক
আলোকঝর্ণা ঝরিছে জীবনে
প্রভুর স্পর্শে কত আনন্দরস বহিয়া যায় ডুবন্ত জীবনে।
আলোকঝর্ণা ঝরিছে জীবনে।---প্রবি।
মিউজিক
বসিয়া আছি আমি প্রভু তোমারি ধ্যানে
আত্মনিমগন তোমারি কারণে
চারিদিকে বাজে শুনি তোমারি বাঁশরী
আমার আমি তাতে ডুবে মরি
জীবন ভরিয়া লই অমৃত সুরা পানে
আনন্দধারা বহিছে জীবনে।
আলোকঝর্ণা ঝরিছে জীবনে।
মিউজিক
আনন্দধারা বহিছে জীবনে
মিউজিক
আলোকঝর্ণা ঝরিছে জীবনে
মিউজিক
আনন্দধারা বহিছে জীবনে
মিউজিক
আনন্দধারা বহিছে জীবনে
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অশান্ত জীবনে।
মিউজিক
আলোকঝর্ণা ঝরিছে জীবনে
প্রভুর স্পর্শে কত আনন্দরস বহিয়া যায় ডুবন্ত জীবনে।
আলোকঝর্ণা ঝরিছে জীবনে।---প্রবি।
(লেখা২০২০- ২০২১ সালে)
No comments:
Post a Comment