Powered By Blogger

Monday, September 18, 2023

কবিতাঃ এই বেলা হাত ধরো।

ও বন্ধু! এইবেলা হাত ধরো!
যাবার সময় হ'লো।
কোনোদিন দিলে না ভালোবাসা,
বাড়ালে না হাত!
এইবেলা তো বন্ধু ধরো হাত।
যাবার সময় হ'লো বন্ধু,
যাবার সময় হ'লো!
রাখো হাতে হাত, ভরসার হাত
শেষবেলায় বিশ্বাসে মেলায়, স্পর্শে
যাক কেটে যত অপূর্ণতার রাত!
বসন্ত শেষেও ডাকছে কোকিল,
বইছে বাতাস দখিনা হায়!
মিথ্যে অভিমান ছেড়ে বঁধু
শেষবারের মত ধ'রো হাত
দিন শেষে বসন্ত যদি আবার গায়!
সময় নষ্ট, নষ্ট জীবন, নষ্ট যৌবন হায়!
দেনা পাওনার দড়ি টানাটানিতে
বেলা যে কেবল ব'য়ে যায় বঁধু
বেলা যে কেবল ব'য়ে যায়!
এইবেলা ধরো হাত বন্ধু
এইবেলা হাত ধরো!
হাতের কোমল ছোঁয়ায় পরান জুড়ায়
মলয় বাতাস ভরে দেয় আলয়
আলোয় আলোয় ভুবন ভরো!
এইবেলা হাত ধরো বন্ধু,
এইবেলা হাত ধরো।
(লেখা ২০২১-২২)

No comments:

Post a Comment