Powered By Blogger

Monday, September 18, 2023

গান/ সৎসঙ্গী ভাইবোন ভুলিয়া দিনক্ষণ

সৎসঙ্গী ভাইবোন ভুলিয়া দিনক্ষণ
মিলিয়া গড়িলাম নব বৃন্দাবন।
দেখ কি সুন্দর দিন অনুক্ষণ (তোমরা)
দেখ কি সুন্দর দিন অনুক্ষণ।
দিন আমার আইতো রাত গড়াইতো
জীবন বীণার তারে শুধু রাধা নাম গাইতো।
দয়াল বলে ডাকিলে সাড়া মেলে অন্তরে
পরাণ রশি দিয়া তারে কইষ্যা বাঁধিলাম।
দেখ কি সুন্দর দিন রচিলাম (তোমরা)
দেখ কি সুন্দর দিন রচিলাম।
সৎসঙ্গী ভাইবোন আনন্দে প্রাণমন
ছলাৎ ছল ছলাৎ ছলাৎ
করে রে রে।
দেখ কি সুন্দর দিন হাসে রে (তোমরা)
দেখ কি সুন্দর দিন হাসে রে।

চারিদিকে লাল নিল দ্যাখো আলো ঝিলমিল
আলোক ছটার ঝলকানিতে নয়ন তোমার কাঁপিছে।
দয়ালের নয়ন যুগল তোমারে ডাকিছে
দয়ালের হাসিতে দেখ জগৎ হাসিছে ।
দেখ কি সুন্দর দিন আসিছে (তোমরা)
দেখ কি সুন্দর দিন আসিছে।

সৎসঙ্গী ভাইবোন তন মন দিয়া ধন
ধিনাধিন তা ধিনাধিন
নাচো রে-এ-এ।
দেখ কি সুন্দর দিন হাসে রে।
আজ দ্যাখো কি সুন্দর দিন হাসে রে!

জীবন হাসে জীবন কাঁদে পরাণ বলে রাধে রাধে
জীবন জুড়ে শুধুই রাধা স্বামী আমি গাইতাম
দয়াল বলে কত কাঁদিলাম রাধা নামে ভাসিলাম
আনন্দে মাতোয়ারা হয়ে আমরা (সব) নাচিলাম।
দেখ কি সুন্দর দিন বাঁধিলাম (তোমরা)
দেখ কি সুন্দর দিন বাঁধিলাম।

সৎসঙ্গী ভাইবোন শোনো শোনো দিয়া মন
তাতা থৈ তাথৈ তাথৈ২
পরাণ আমার নাচে রে।
দেখ কি সুন্দর দিন হাসে রে।

শান্তি নগরে সৎসঙ্গ হইলো
আনন্দে নগরবাসী নাচিতে লাগিলো
অনুকূল পেয়ালায় রাধা নাম ঢালিলাম
নামমদে ডুবে মোরা সব মাতাল হইলাম।
আমরা কি সুন্দর দিন কাটাইলাম (আজ)
আমরা কি সুন্দর দিন কাটাইলাম।

(লেখা কয়েক বছর আগে/ সুর গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গান।) 

No comments:

Post a Comment