চল মিনি দেওঘর যাবো
ঘরে বড় দুঃখ রে২
দেওঘর গেলে শ্বাস নিবি
প্রাণমন ভরিয়া। ২
প্রভুরে প্রভুরে প্রভু রে ৪
প্রাণ বলে রাম রাম
মন বলে পলায় যাম
বিবেক বলে, দিব প্রাণারাম!
ও রাধেশ্যাম আঁখি দিয়া কাঁদাইলি আরাম!
চল মিনি দেওঘর যাবো
ঘরে বড় দুঃখ রে
দেওঘর গেলে শ্বাস নিবি
প্রাণমন ভরিয়া।২
প্রভুরে প্রভুরে প্রভু রে
প্রভুরে প্রভুরে প্রভু রে।২
বাঁচাবাড়া যেমন তেমন
নেপোয় মারা কাম গো
হায় রাধেশ্যাম! দয়া করি বাঁচাইলি পরাণ।
প্রভুরে প্রভুরে প্রভু রে ৪
চল মিনি দেওঘর যাবো
ঘরে বড় দুঃখ রে
দেওঘর গেলে শ্বাস নিবি
মনপ্রাণ ভরিয়া।২
প্রভুরে প্রভুরে প্রভু রে
প্রভুরে প্রভুরে প্রভু রে।২
দয়াল আমার বাঁচার আশ
বেড়ে ওঠার তাল গো
পরম বাপে মাঙ্গে যদি
সঁপে দিব প্রাণ গো।২
চল মিনি দেওঘর যাবো
ঘরে বড় দুঃখ রে
দেওঘর গেলে শ্বাস নিবি
প্রাণমন ভরিয়া।২
প্রভুরে প্রভুরে প্রভু রে
প্রভুরে প্রভুরে প্রভু রে।২
হাওয়া বয় ঝির ঝির
পরাণ কাঁপে তির তির
দয়াল মুখে মিষ্টি হাসির ঝিলিক!
হায় দয়াল বাপরে
হাসি দিয়া জড়াইলি আমায়
আমার দয়াল বাপরে!
চল মিনি দেওঘর যাবো
ঘরে বড় দুঃখ রে
দেওঘর গেলে শ্বাস নিবি
প্রাণমন ভরিয়া।২
প্রভুরে প্রভুরে প্রভু রে
প্রভুরে প্রভুরে প্রভু রে।-------প্রবি।
(লেখা ২০২১ সালে। মিনিরে মিনিরে সুরে গান)
No comments:
Post a Comment