আ আ------------
বহে বহে প্রিয় দেখো প্রেমজল
ফেনিল হয়েছে চুমে প্রভুর অধর শীতল।
বহে বহে প্রভুর চোখে প্রেমজল।
বহে বহে চোখে বহে প্রেমজল।
মিউজিক
হেরিয়া প্রভুর চোখে
প্রেমবারি দিনে রাতে
কাঁদি আমি আনন্দেতে ঝরিছে বাদল।
বহে বহে প্রভুর চোখে প্রেমজল।
বহে বহে প্রিয় দেখো প্রেমজল।
মিউজিক।
মরুবুকে প্রভু এলে
(নিয়ে) প্রেমবারি আঁখি তলে
তৃষিত বুকে বহে প্রেম যে কেবল.২
বহে বহে চোখে বহে প্রেমজল
বহে বহে প্রভুর চোখে প্রেমজল।
মিউজিক।
এ প্রেম চোখেমুখে
মুছায়ে দেয় আঁখিজলে
শিউড়ে ওঠে হৃদয় তাঁর প্রেমের আঁচল।
বহে বহে প্রিয় এ যে প্রেমজল।
বহে বহে চোখে বহে প্রেমজল।
ফেনিল হয়েছে চুমে প্রভুর অধর শীতল।
বহে বহে প্রিয় দেখো এ প্রেমজল।
মিউজিক।
কেন মন অকারণ
কেঁদে মরিস অনুক্ষণ
হাসিতে চাহি খালি কাঁদিলি কেবল।
বহে বহে প্রিয় এ যে প্রেমজল।
বহে বহে চোখে বহে প্রেমজল।
ফেনিল হয়েছে চুমে প্রভুর অধর শীতল।
বহে বহে প্রিয় দেখো প্রেমজল।
(লেখা সম্ভবত ২০২০-২১ করোনা সময়ে/ নহে নহে এ নয় আঁখিজল গানের সুরে)
No comments:
Post a Comment