ময়লা জমেছে মনে
বড়ো ময়লা জমেছে মনে।
(স্থান) দাও গো তোমার চরণতলে
ছুঁতে দাও ঐ চরণে।
বড় ময়লা জমেছে মনে।
মরণের পথে চলে যেতে যেতে
হত প্রাণ মাঙ্গে বাঁচার আধারে
ছুঁড়ে ছুঁড়ে ফেলি মৃত্যুর ঝুলি
প্রভু থাকো জীবনে।
বড় ময়লা জমেছে মনে।২
ফেলে দিয়ে রাতে খুঁজি তারে প্রাতে
কত দিন যাবে কপট চাতুরিতে।
করো দয়া দয়াল তুমি ফিরায়ো না।
দয়া কর অভাজনে।
বড় ময়লা জমেছে মনে
ময়লা জমেছে মনে
(স্থান) দাও গো তোমার চরণতলে
ছুঁতে দাও ঐ চরণে।
বড় ময়লা জমেছে মনে৩
( লেখা কয়েক বছর আগে/ বড় ময়লা জমেছে গানের সুরে)
No comments:
Post a Comment