Powered By Blogger

Wednesday, September 13, 2023

কবিতাঃ আবার আসিবো ফিরে।

আবার আসিবো ফিরে দারোয়া নদীটির তীরে-----এই লাল মাটিতে
দেওঘরের দয়াল প্রভুর ধামে মানুষের মেলায়
হয়তো মানুষ হ'য়ে কিংবা মানুষ নয়--------অন্য কোনও বেশে;
হয়তো ভোরের আলো কিম্বা বাতাস হ'য়ে
এই দেওঘরে আমার দয়ালের দেশে
আলো আঁধারের বুক চিরে একদিন বইবো এই ঠাকুর বাংলোয়।
গান গেয়ে যাবো রাধাস্বামী নাম। জো গাওয়ে সোঈ তরে।
কল কলেশ সব নাশ। সুখ পাওয়ে সব দুঃখ হরে।।
হয়তো বা ফুল হবো------দয়ালের পুজারীর পুজার থালায়,
সারাদিন কেটে যাবে দয়ালের চরণ যুগল চুমে চুমে;
আবার আসিবো আমি দয়ালের পার্লার, নিরালা নিবেশ,
জামতলা অঙ্গন আর নিভৃত নিকেতন ভালোবেসে
তামাকের সুগন্ধে ভেজা দয়ালের বড়াল বাংলোর বারান্দায়।


হয়তো দেখিবে চেয়ে জ্যোৎস্না ঝরিতেছে সন্ধ্যার আকাশে;
আর সেই জ্যোৎস্নালোকিত আলোয় দেখিবে প্রণামরত শিশুদের;
হয়তো শুনিবে এক ফকির গাইছে বার বার করু বিনতি রাধাস্বামী আগে;
হয়তো সন্ধ্যাদীপ হাতে শিশু দয়ালের মুখপানে চেয়ে হাসে;
ডিগরিয়া পাহাড়ের কোলে হয়তো বা এক কিশোর বাঁশি বাজিয়ে
গান গায়ঃ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে';
গোধূলির আলোয় স্নান ক'রে আসিতেছে ফিরে দয়ালের নীড়ে
রাখাল বালক নিয়ে ধবল গাই; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।
আবার আসিবো ফিরে দারোয়া নদীটির তীরে------
দেওঘরের এই লাল মাটিতে।

No comments:

Post a Comment