Powered By Blogger

Thursday, September 21, 2023

প্রবন্ধঃ যাদবপুর কান্ড/ Divide & Rule

 


ছাত্রদের 'হোক কলরব'-এর বিরুদ্ধে ছাত্রদের 'হোক গর্জন' কলকাতার রাজপথে আছড়ে পড়ল!!!!!!!!!!!!!!


আজ যাদবপুরের ছাত্র মিছিলের বিরুদ্ধে টিএমসিপির পাল্টা ছাত্র মিছিল। এই মিছিলে ছাত্রদের সঙ্গে অন্য সব ক্ষেত্রের মানুষেরাও যোগ দিয়েছেন। মিছিল আর পাল্টা মিছিলে মুখরিত হ'য়ে উঠেছে কলকাতার রাজপথ। এই আন্দোলন অবশেষে রাজনীতির রঙ্গে রাঙিয়ে গেল। ব্রিটিশের দেখানো পথ 'Divide & Rule'-এ দ্বিখণ্ডিত হ'য়ে গেল ছাত্র সমাজ।
'হোক কলরব আর হোক গর্জন'-এ আন্দোলন্রত ছাত্রছাত্রীদের ভেবে দেখা উচিত নয় কি কেন এই আন্দোলন নিরপেক্ষ স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসাবে স্বীকৃতি পেল না? ভেবে দেখা উচিত নয় কি কেন ছাত্রছাত্রীদের এই আন্দোলনের অভিমুখ সরাসরি সরকার বিরোধী বা কোন রাজনৈতিক রঙ বিরোধী বা ছাত্রছাত্রী বিরোধী আন্দোলনে ঘুরে গেল বা যাচ্ছে????? কেন এই ছাত্র আন্দোলন শুধুমাত্র রঙ বিহীন, তকমা বিহীন, কোনরকম ছাপহীন স্বচ্ছ সাচ্চা নিরপেক্ষ ঐক্যবদ্ধ আন্দোলনের মুখ হ'য়ে উঠল না????? কেন দোষী অপরাধীদের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হ'তে পারে না????? ছাত্রছাত্রীরা কি পুতুল নাটকের দড়ি টানা পুতুল???? কারা পর্দার পিছন থেকে ছাত্রছাত্রীদের পুতুলের দড়ি টানার মত নাচায়????? বাদ-প্রতিবাদের কলরোলে, আন্দোলনের চোরাগলিতে হারিয়ে গেল কি নির্যাতিতা ছাত্রী?????? ফাঁকতালে গলে বেরিয়ে গেল না-তো দোষী অপরাধী ছাত্ররা?????? কবে চোখ খুলবে ছাত্রছাত্রীদের?????

কবে বুঝতে পারবে ছাত্রীরা তাঁদের মান-সম্মান, ইজ্জত একবার হারিয়ে গেলে কোনও আন্দোলন, কোনও ছাত্র, কোনও সরকার,  কোনও শিক্ষক, কোনও আইন, দুনিয়ার কোন শক্তি তা ফিরিয়ে দিতে পারে না।
(লেখা ২২শে সেপ্টেম্বর'২০২২)

No comments:

Post a Comment