Powered By Blogger

Monday, September 11, 2023

প্রবন্ধঃ কয়েকটি প্রশ্নের উত্তর: প্রশ্ন ৩) শিক্ষা ও সংস্কৃতি!

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের উপর আমার বিভিন্ন লেখা সম্পর্কে শ্রীশ্রীঠাকুরের শিষ্য নামধারী তথাকথিত মূলকেন্দ্র বিরোধী স্বঘোষিত কিছু সৎসঙ্গী আমার বিভিন্ন লেখায় আমার ও আমার পিতামাতার শিক্ষা, সংস্কৃতির পরিচয়কে টেনে এনেছেন। প্রশ্ন রেখেছেন, আমার লেখায় সৎসঙ্গীদের (ঠাকুর ও ঠাকুর আত্মজদের বিরুদ্ধে অবস্থানকারী স্বঘোষিত তথাকথিত সৎসঙ্গী) বিরুদ্ধে কেন এত কঠিন কথার প্রহার করছি? কেন তাদের বিরুদ্ধে কড়া শব্দ, কঠিন ভাষা ব্যবহার করছি? এই কড়া শব্দ ও কঠিন ভাষা প্রয়োগের মধ্যে দিয়ে নাকি আমার শিক্ষা-সংস্কৃতির পরিচয় পাওয়া যায়! কথাটা একদিক দিয়ে ঠিকই বলেছেন আমার প্রতি বিক্ষুব্ধ সমালোচক প্রশ্নকর্তা। শিক্ষা-সংস্কৃতির পরিচয় যথার্থই পাচ্ছেন ও পেয়ে যাবেন পাঠককুল সুতরাং আমার প্রতি বিক্ষুব্ধ সমালোচক প্রশ্নকর্তা আপনি/আপনারা নিশ্চিন্ত থাকুন। কিন্তু আশ্চর্য লাগে আমার কড়া শব্দ, কঠিন ভাষা প'ড়ে, শুনে বা দেখে যার বা যাদের গাত্রদাহ হয় তাদের কাছে যারা অশ্লীল, অশ্রাব্য-কুশ্রাব্য শব্দপ্রয়োগে ঠাকুর আত্মজদের গালিগালাজ করে, যাদের বিষাক্ত কথার তাপে-ভাপে ঠাকুর আত্মজদের শরীর নীল হ'য়ে ওঠে, ঠাকুর বিরোধী কুৎসাকারী আদিম জংলীদের জ্বলন্ত আগুন চোখ নেচে ওঠে পিশাচ ভঙ্গিমায় আর মুখ দিয়ে বেরিয়ে আসে সাপ, ব্যাঙ, ইঁদুর, ছুঁচো কথা হ'য়ে, বেরিয়ে আসে পায়খানার খোলা ডাব্বার দুর্গন্ধ তখন তাদের কথা, তাদের ভাষা, তাদের আচরণের মধ্যে কোন শিক্ষা-সংস্কৃতির ছবি ভেসে ওঠে আপনাদের মল চোখে!? কিছু কি ভেসে ওঠে!? কোনও কিছুর কি সন্ধান পান ঐ বিষাক্ত শিক্ষা-সংস্কৃতির আঙিনায়!? পান না। কারণ শারীরিক-মানসিক অন্ধ চোখে কিছুই দেখার উপায় নেই তবু যদি একটা লাঠি থাকতো! এদের বিরুদ্ধে আপনাদের কোনও প্রতিবাদ প্রতিরোধ নেই, নেই কোনও ঠাকুরের জন্য, ঠাকুরের সম্মান রক্ষার জন্য কঠোর, কঠিন, অটল, অবিচল ও অনমনীয় মনোভাব, দৃঢ় মজবুত পদক্ষেপ!!!! এদের বেলায় নামর্দ চরিত্র! নামর্দ বললে নামর্দরাও লজ্জা পাবে, অপমানিত হবে আর কোনও জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা টানলে বা উপমা প্রয়োগ করলে তাদের প্রতিও অবিচার, অন্যায় হবে! শুধু এটুকুই বলতে পারি আমার শিক্ষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলার মধ্যে দিয়ে কি আপনার/আপনাদের ও আপনার/আপনাদের পিতামাতার শিক্ষা, সংস্কৃতির পরিচয় কোন স্তরের তা বুমেরাং হ'য়ে আপনার ও আপনাদের পিতামাতার দিকে ফিরে গেল না!? আপনার পিতামাতা কি দোষ করেছিল!? কোনও দোষ করেছিল কি!? তাই সাধু সাবধান! উপর দিকে থুথু ছেটালে নিজের গায়েই তা পড়ে বন্ধু! তা নিজের গায়েই পড়ে!!!!
আসুন নিজের চরকায় তেল দিই! (লেখা ১২ই সেপ্টেম্বর'২০১৯)

No comments:

Post a Comment