Powered By Blogger

Monday, September 18, 2023

গান/তোমার ঘরে বসত করে কয় জনা।

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

এক জনে বাড়ির খেয়ে তাড়ায় বনের মোষ ও মন
আরেক জনে শুয়ে বসে নাক ডাকে
ও আবার সেই মোষের দেখো দুধ খেয়ে যায়
কোন জনা কোন জনা?
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

এক জনে ইষ্টনামে পাগল হ'য়ে দৌড়ে মরে সাজায় কুঞ্জবন
আরেক জনে ঠান্ডা হাওয়ায় মস্তি করে
ও আবার দেখো সেই কুঞ্জবনে ঘুরে ঘুরে দোষ ধরে
কোন জনা কোন জনা?
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।


ইষ্টনামে হইয়া মাতাল
এক ক'রে দাও স্বর্গ মর্ত আর পাতাল
আবার রাধা নামের বাদাম তুলে
রাঙ্গিয়ে নাও হৃদয় খানা।
তোমার ঘরে বসত করে একজনা মন শোনো না
তোমার ঘরে বসত করে একজনা মন শোনো না।

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।


No comments:

Post a Comment