Powered By Blogger

Monday, September 18, 2023

গান/ প্রভুর সাথে আমরা।

প্রভুর সাথে আমরা ৬ 
চরণতলে থাকি বসে মোরা চলন পূজার ভোমরা।
এসো তোমরা। আরে (সবাই) এসো তোমরা।
এসো তোমরা সবাই মিলে সাজায় প্রভুর পশরা।
প্রভুর রঙে রাঙিয়ে জীবন রাঙায় মোদের মোরা ২
//মিউজিক//
নাম রসে ডুবে থাকি নামীর সাথে আমরা
নাম বিনা নামী যেন প্রাণ বিনা ভোমরা। ২
রাধাস্বামী রাধা রাধা প্রাণ কাঁদে রাধা রাধা ২
চরণ তলে থাকি বসে মোরা চলন পূজার ভোমরা।
এসো তোমরা। আরে সবাই এসো তোমরা।
এসো তোমরা সবাই মিলে সাজায় প্রভুর পশরা।
প্রভুর রঙে রাঙিয়ে জীবন রাঙায় মোদের মোরা। ২
//মিউজিক //
প্রভুর চরণ প্রভুর চলন প্রভু প্রাণ ভোমরা।
মাথায় নিয়ে চলবো মোরা মনে রেখো তোমরা।। ২
প্রভু বিনা জীবন শুনা অন্ত মে নাহী রোনা। ২
চলন পূজা ছাড়া জীবন জেনো জীবন হোমরা চোমরা।
এসো তোমরা! আরে (সবাই) এসো তোমরা।
এসো তোমরা সবাই মিলে সাজায় প্রভুর পশরা
প্রভুর রঙে রাঙিয়ে জীবন রাঙায় মোদের মোরা।
প্রভুর সাথে আমরা।
চরণতলে থাকি বসে মোরা চলন পূজার ভোমরা।
এসো তোমরা। আরে (সবাই) এসো তোমরা।
এসো তোমরা সবাই মিলে সাজায় প্রভুর পশরা।
প্রভুর রঙে রাঙিয়ে জীবন রাঙায় মোদের মোরা ৪

//মিউজিক//
( লেখা ২০২২-২০২৩/ Darru Piyala Chhord Da গানের সুর)

No comments:

Post a Comment