চরণতলে কি আবার এই জীবন হয় কি না হয়
কি জানি এই জনমে আবার দেখা হয়!
চরণতলে--------
পেয়েছি তোমার চরণ যুগল কি ভাগ্য আমার যে
প্রাণ ভরে দেখি তোমায় চেয়ে তোমার মুখের পানে
কি জানি এই রাত দয়াল আবার হয় কি না হয়
চরণতলে----এ---------এ
চরণতলে কি আবার এই জীবন হয় কি না হয়
কি জানি এই জনমে এই রাত আবার কি হয়!
পাস আয়ে কে হাম নেহি আয়েঙ্গে বারবার
দয়া করো দয়াল প্রভু ঐ চরণে আসি আবার ২
চোখের জলে ভাসাবো জীবন চরণতলে লুটিয়ে তোমার।
আঁখ সে ফির ইয়ে প্যায়ার কি বরসাত হো না হো
কি জানি এই রাত দয়াল আমার হয় কি না হয়
চরণতলে কি আবার এই জীবন হয় কি না হয়
চরণতলে-------এ--------এ
(লেখা ২০২০-২১/( লগ যা গলে হিন্দি গানের সুরে)
No comments:
Post a Comment