আমার বুকের মাঝেতে
দয়াল সাথে নাইচবো মোরা
দয়াল প্রভুর ধামেতে।২
পরাণ জুড়ে ঝড় উঠেছে
পাগল আমার মন
প্রভু আমার মন কেড়েছে
ধুকপুক যৈবন।২
এই বাজেরে মাদল ধিতাং ধিতাং
আমার বুকের মাঝেতে
দয়াল সাথে নাইচবো মোরা
দয়াল প্রভুর ধামেতে।
ঝিমঝিমঝিম নেশা নেশা রুধিরাতে বান
মরা গাঙ্গে জোয়ার এলো দয়াল প্রভুর গান।
পরাণ জুড়ে ঝড় উঠেছে
পাগল আমার মন
প্রভু আমার মন কেড়েছে
ধুকপুক যৈবন।
এই বাজেরে মাদল ধিতাং ধিতাং
আমার বুকের মাঝেতে
দয়াল সাথে নাইচবো মোরা
দয়াল প্রভুর ধামেতে।
মিষ্টি হাসি বাজায় বাঁশি জাগায় বুকে বল
চোখের তারায় প্রেমের বাতি জ্বলছে ঝলমল!
চলন পুজায় মত্ত থেকে নে না চরণ মাথায় তুলে
জড়াই যাবো প্রভুর সাথে বৃত্তি বাঁধন খুলে
পরাণ জুড়ে ঝড় উঠেছে
পাগল আমার মন
প্রভু আমার মন কেড়েছে
ধুকপুক যৈবন।২
পাগল আমার মন
প্রভু আমার মন কেড়েছে
ধুকপুক যৈবন।২
এই বাজেরে মাদল ধিতাং ধিতাং
আমার বুকের মাঝেতে
দয়াল সাথে নাইচবো মোরা
দয়াল প্রভুর ধামেতে।
ঝিমঝিমঝিম নেশা নেশা রুধিরাতে বান
মরা গাঙ্গে জোয়ার এলো দয়াল প্রভুর গান।
পরাণ জুড়ে ঝড় উঠেছে
পাগল আমার মন
প্রভু আমার মন কেড়েছে
ধুকপুক যৈবন।
এই বাজেরে মাদল ধিতাং ধিতাং
আমার বুকের মাঝেতে
দয়াল সাথে নাইচবো মোরা
দয়াল প্রভুর ধামেতে।
মিষ্টি হাসি বাজায় বাঁশি জাগায় বুকে বল
চোখের তারায় প্রেমের বাতি জ্বলছে ঝলমল!
চলন পুজায় মত্ত থেকে নে না চরণ মাথায় তুলে
জড়াই যাবো প্রভুর সাথে বৃত্তি বাঁধন খুলে
পরাণ জুড়ে ঝড় উঠেছে
পাগল আমার মন
প্রভু আমার মন কেড়েছে
ধুকপুক যৈবন।২
এই বাজেরে মাদল ধিতাং ধিতাং
আমার বুকের মাঝেতে
দয়াল সাথে নাইচবো মোরা
দয়াল প্রভুর ধামেতে।
আমার বুকের মাঝেতে
দয়াল সাথে নাইচবো মোরা
দয়াল প্রভুর ধামেতে।
(লেখা ২০২১ )
No comments:
Post a Comment