Powered By Blogger

Thursday, December 29, 2022

কবিতা/গানঃ রাখবো মান।

জীবনে কত কিছু পেলাম
পেলাম না শুধু জীবন।
জীবন মোহনায় দাঁড়িয়ে
দেখি পলকা এ জীবন।
আমার এ হৃদয় কেঁদে কেঁদে ফেরে
খুঁজে যায় বলিষ্ঠ জীবন
তবু নাহি মেলে।
এ জীবনে হ'লো না মহান কাজ সারা
হ'লো না সমাপন জীবনের জয়গান গাওয়া।
তাই আমি গেয়ে যাবো
আমার পরাজিত জীবনের গান
মরণ তুমি ডেকো না আমায়
রাখবো আমি ঐ মহাজীবনের মান।


(লেখাটা অনেক আগের)

No comments:

Post a Comment