Powered By Blogger

Monday, December 19, 2022

কবিতাঃ খুঁজে নাও তাঁরে?

অর্থ চাই, মান-যশ চাই না।
অর্থ চাই অনর্থ ঠেকাতে।ধর্ম চাই, ফুল-চন্দন দিয়ে পুজো চাই না।
ধর্ম চাই ধর্মের নামে অধর্ম মারতে।
চাই শিক্ষা, কুশিক্ষা চাই না।
শিক্ষা চাই ব্যবহারিক শিক্ষার প্রসার ও মুখ শিক্ষার অবসান ঘটাতে।
ধন চাই, ধনতৃষ্ণা চাই না। ধন চাই ধনের অপপ্রয়োগ ঠেকাতে।
কাম চাই, কামুকতা চাই না। কাম চাই কামের সার্থকতা শেখাতে।
চাই ক্রোধ, চাই না ধ্বংস। নিয়ন্ত্রিত ক্রোধ চাই ক্রোধীকে বাগে আনতে।
চাই লোভ, চাই না লালসা।
লোভ চাই শরীরের প্রয়োজন মেটাতে ও
চাই ভারসাম্য নষ্টের লালসা খতম করতে।
মোহ চাই, নিশ্চয়ই চাই। চাই না অজ্ঞান, অবিদ্যা মোহ নামে।
মোহ চাই প্রকৃত মোহের চেতনা জাগাতে।
মদ চাই, চাই না আত্মমদমত্ততা।
মদ চাই আত্মমদমত্ততাকে ইষ্টমদমত্ততায় ঘুরিয়ে দিতে
আর আমি যে পরমপিতার সন্তান, শক্তির তনয়
সে কথা বোঝাতে মাথা উঁচু ক'রে বুক টানটান ক'রে
দৃপ্ত ভঙ্গিতে তোমার আমার সবার মাঝে;
তাই-ই তো এ জীবনের সার্থকতা।
আর মাৎসর্য? চাই তবে অন্যের ক্ষতির জন্যে নয়।
মাৎসর্য চাই জীবাত্মার স্তর পেরিয়ে মহাত্মায় উন্নীত হ'য়ে
পরমাত্মায় বিলীন হ'তে।
এও কি সম্ভব? সম্ভব, সম্ভব সব সম্ভব।
কিছুই নেই বা নয়, না বা হয় না
এই কথা এই দুনিয়ায় অসম্ভব!
তাই চাই গুরু।
গুরু চাই, চাই না গুরু হ'তে। 
গুরু চাই গরুর গুরুগিরি ছোটাতে।
গুরু চাই, চাই না গুরুর নামে গরু।
গুরু চাই গরুর হাত থেকে বাঁচতে ও বাঁচাতে।
গুরু চাই, চাই না গুরুপাক হ'তে।
গুরু চাই গুরুমুখ হওয়ার শিক্ষা পেতে!
গুরু চাই, গুরুর গুরুত্ব বুঝতে ও বোঝাতে।
কোথায় পাবো তাঁরে!?
তমসার পর অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ ইষ্টপ্রতীকে আবির্ভুত
বারেবারে তোমার আমার সর্বজীবের তরে!
মানুষের মাঝে মানুষ মায়ের গর্ভে
রক্তমাংসের জীবন্ত ঈশ্বর রূপে!
খুঁজে নাও তাঁরে। 
সেই-ই গুরুরূপী জীবন্ত ঈশ্বরে।
---প্রবি।

(রচনা ১৯শে ডিসেম্বর'২১)

No comments:

Post a Comment