আমার প্রিয়জন!
চিরদিন কাহারো সমান নাহি যায়। আলোর পরে যেমন অন্ধকার আসে ঠিক তেমনি আবার অন্ধকারের পরে আলো আসে। আর যদি দয়াল থাকে আমার জীবনে, দয়ালে থাকে আমার সমর্পিত জীবন তাহ'লে অন্ধকার রূপী বিপদ তা সে যতই ঘন বা বড় হ'ক না কেন দয়ালের দয়ায় তার ওজন এক মণ থেকে কমে এক কেজি হ'য়ে যায়। ছোট্ট হ'য়ে যায় সেই বড় বিপদ। বোঝায় যাবে না বিপদের ভয়ঙ্কর উপস্থিতি দয়ালের দয়ায়। ভালো দিন, সুদিন সূর্যের আলোর মতো, পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোর মতোন ভাসিয়ে দেবে আমার জীবন, আমার ঘর। দয়াল আছে আর আমি আছি। এই দুইয়ের মাঝে কেউ নেই, কিচ্ছু নেই। বিশ্বাস! বিশ্বাস!! আর বিশ্বাস!!! গভীর বিশ্বাস!!!! -----প্রবি।
No comments:
Post a Comment