ঘুরে বেড়ায় পথে পথে,
দীনদুঃখীদের কান্না আমি
এনেছি বহু দেশ হ'তে।
বিনিদ্র রজনী কেটে গেছে কত
দেখেছি তাদের জীবন,
তাই তো আমার হৃদয় কাঁদে
হে যুগপুরুষোত্তম।
তোমার হৃদয়ে তাদেরি সুখ
তাদেরি ব্যথা বেদনা;
কেমনে আমি বোঝাবো বলো
সহজ নহে এ দ্যোতনা।
তাই আমি গেয়ে যায় গান
তাদেরি কান্না, তাদেরি দুঃখ
তাদেরি হাসি তাদেরি সুখ
লিখে লিখে দিন রাত্রি
জুড়াবো আমার প্রাণ।
তাই---- আমি গেয়ে যাই গান।
( লেখাটা অনেক আগের)
No comments:
Post a Comment