Powered By Blogger

Friday, December 30, 2022

দয়াল ঠাকুর শ্রীশ্রীঅনুকূলচন্দ্র ও আচার্য পরম্পরা। (১)

পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বের বিস্ময়ের বিস্ময় মহাবিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময়! শ্রীশ্রীঠাকুর অসীম বিশ্বব্রহ্মান্ডের যাবতীয় যা কিছুর সসীম হ'য়ে রক্তমাংসের সীমার মাঝে স্থান নিয়ে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। তিনি ঈশ্বরের মহিমা বর্ণনা করার সময় শুধু কথার স্রোতে ভাসেননি। করার স্রোতে ভাসতে ভাসতে তিনি কথার স্রোত বইয়েছেন। তিনি যা করেছেন তাই বলেছেন, তিনি যা করেননি কখনও তা তিনি বলেননি। তাঁর কথা করা কথা ও করার কথা। তাঁর ২৫হাজার বাণী ও সমস্ত কথোপকথনের মূর্ত রূপ স্বয়ং তিনি ! তাঁর ৮১বছরের জীবনে প্রতিদিনের জীবন চলনায় তাঁর ব'লে যাওয়া সমস্ত কথা, বাণীর প্রতিফলন ঘটেছে! তাই এবারে তাঁর রূপ পূর্ণিমার চাঁদের রূপ! তাঁর এবারের রূপ শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণের ব'লে যাওয়া "পূর্ণজ্ঞান দিলাম না, খুব শিগগিরি আসছি"-র পূর্ণজ্ঞানের রূপ!
আর, আচার্যদেব কে? কেন তিনি আচার্য? কেন আচার্য পরম্পরা?
প্রবি।
ক্রমশঃ

No comments:

Post a Comment