Powered By Blogger

Monday, December 19, 2022

কবিতাঃ হে অদ্ভুত জীব!

দু'হাত পেতে শুধু নিলে আর নিলে
নীল শৃগালের মত; ফিরিয়ে কি দিলে!?
শুধুই পেয়ে গেলে পাওয়ার দিনে
আর যেদিন দেওয়ার এলো দিন
সেদিন মুখ ফিরিয়ে নিলে!
আজ আত্মমদগর্বে গর্বিত তুমি তোমার সাফল্যে!
ভুলে গেলে ফেলে আসা ব্যর্থতার কাঁটায় ভরা
যন্ত্রণা বিদ্ধ দিনগুলি বালখিল্য আচরণে!
আর হ'লে বিস্মৃত তুমি হে নরাধম
ঈশ্বরের কাছে মাথা ঠোকার মুহুর্তগুলি!
বাঃ বন্ধু! বাঃ! এই না হ'লে মানুষ বলে?
শুধুই চেয়ে গেলে জীবনভর
আর যখন দুঃখের রাত কেটে সুখের সূর্য ওঠে
কোনও এক সুন্দর সকালে তখন
দুঃখের দিনের সখাকে ক'রে দিলে পর!
বন্ধু! হাভাতের দিনে হাত পেতে চেয়ে চেয়ে
মুখে ফেনা তুলে ঘরে ঘরে ঘুরে ঘুরে
মৃত্যু যখন একমাত্র সাথী
ঠিক তখনি একদিন দেখলে ভাতের মুখ
সূর্য স্নাত ভোরের কোমল আলোর মত
দিলো ভরিয়ে জীবন দিয়ে ভরপুর সুখ!
আকাশ থেকে নেবে আসা রথে চড়ে আসা
অদৃশ্য এজ রাজভিখারির হাতের স্পর্শ
তোমাকে ক'রে দিল উৎফুল্ল!
সেদিন থেকে ফেনিল সমুদ্রের জলরাশির মত
সাদা ভাতের ডালি ঢেকে দিয়েছিল জীবন তোমার!
আর ঠিক তখনি করলে মনমানি!
ভুলে গেলে সেই হাভাতের দিনগুলির
নির্মম পরিহাস, বুক ভরা দীর্ঘ নিশ্বাস!
জীবনভর পাতা হাত আর করলে না উপুর
জীবন সূর্য সকাল কেটে হ'লো দুপুর;
বাকী আছে আর সাঁঝবেলা
এবার ওপারে যেতে হবে চুকিয়ে এ পারের খেলা!
এবারেও প্রতিবারের মতো পাতবে তুমি হাত
দিন শেষে দেখবে চেয়ে নির্ম্মম এক সত্য
শেষের সেদিন ভয়ংকর আপন যারা তারা
উত্তাল জীবন সমুদ্রে সবাই আছে মত্ত
নেই কেউ তোমার পাশে, কেউ দিচ্ছে না সাথ!
যেদিন রাজভিখারী এলো তোমার দ্বারে
ভরদুপুরে তোমার দরজায় কড়া নাড়ে
সেদিন তুমি তাঁরে দাওনি কিছুই
দিয়েছিলে তাঁরে ফিরিয়ে শূন্য হাতে
দরজায় পড়েছিল ঘা বারংবার
আর তুমি ড্যাম কেয়ার!
ঘুমিয়ে ছিলে নিশ্চিন্তে নরম বিছানার 'পরে
বৃত্তি রসে মাতাল তুমি শুনেও শোনোনি তাঁরে!
শোননি সেদিন সে ডাক যে ডাক তোমায় বাঁচাবে বলেই
ডেকেছিল বারংবার আর পেতেছিল তাঁর বরাভয় হাত
নিশ্চিত ভয়ঙ্কর বিপদ বা মৃত্যুর ছোবল থেকে।
হে অদ্ভুত জীব!
আর তুমি! সেদিনের কাঙাল তুমি!
ফেলে আসা ছেঁড়া কাঁথায় শুয়ে
লাখ টাকার স্বপ্ন দেখা দিনগুলির তুমি!
আজ ভুলতে চাও তুমি সেদিনের উলঙ্গ তোমাকে!
আর ভুলতে চাও তাঁর উজার ক'রে দেওয়া দয়াকে!
ঠিক আছে তবে তাই-ই হ'ক।
( ২০শে ডিসেম্বর' ২০২১)

No comments:

Post a Comment