Powered By Blogger

Saturday, December 17, 2022

কবিতাঃ ভোট! জোট!! ফোট!!!

দ্বোরগোড়ায় ভোট তাই কোর কমিটির বৈঠক;
বৈঠকে উপস্থিত নেতানেত্রী থেকে প্রশান্ত কিশোর!
এই সেই মমতার তৃণমূল?
যেদিন সিপিএমের অন্ধকার ভেদ ক'রে ফুটিয়েছিল আলোর ফুল,
এনেছিল নতুন দিনের স্বপ্ন নিয়ে বাংলার আকাশে ভোর!?
সেদিন কোথায় ছিল প্রশান্ত কিশোর?
সেদিন যারা দিয়েছিল বুদ্ধি, জুগিয়েছিল শক্তি,
জীবন বাজি রেখে ভেঙ্গেছিল সিপিএমের ৩৫ বছরের অচলায়তন
আজ তারা ব্রাত্য?
আজ পিছনে ঠেলে ফেলে সেইদিনের যুবক প্রৌঢ
কারা দিচ্ছে কিশোরের বুদ্ধির পিছনে দৌড়!?
কাজ করছে কাদের স্বার্থ!?
আজ রাজনীতির লড়াইয়ে কর্পোরেটের ছোঁয়া!
আসছে ভোট লাগছে সব ধোঁয়া ধোঁয়া!
আসছে ভোট ভাঙছে দল বাঁধছে জোট!
সবাই সবাইকে বলছে দলে কেউ নয় অপরিহার্য;
ফোট! শালা ফোট!!!!!!-----প্রবি।
( রচনা ১৮ই ডিসেম্বর' ২০২০)

No comments:

Post a Comment