এ জীবনে আর কতদিন রবো,
জীবন প্রদীপ নিভে গেলে পরে
জীবনের কথা আর কবে কবো।
তোমার আমার ব্যর্থ হবে এ জীবন'
যদি জীবনের গান না গাই।
বৃথাই হবে এ জনম
কালরাত্রির টের যদি না পায়।।
আমি রবো না-কো আর ঘরে
তুফান হ'য়ে ছুটবো আমি
ঝঞ্ঝা ক্ষুব্ধ তীরে।
গেয়ে যাবো গান
আর লিখে যাবো সবি;
মরণের পাশে রেখে যাবো শুধু
প্রভু! তোমার জীবনের ছবি।
তাই ভাইসব গেয়ে যাও
জীবনের জয়গান,
আমার সুরে মিলিয়ে এ সুরা
করো সবে এ সুধাপান।
(লেখা অনেক আগের)
No comments:
Post a Comment