Powered By Blogger

Monday, December 19, 2022

হিজাব।

"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ হ'য়ে মাথায় হিজাব প'ড়ে নামাজ পড়েন"!!
-----------------বিজেপি নেতা রাজু।
ব্রাহ্মণ হ'য়ে নামাজ পড়ার জন্য ভুল, অন্যায়, অপরাধ, দোষ কোথায়!?
হজরত মোহাম্মদ কি শুধু মুসলমানদের জন্য নেবে এসেছিলেন?
শ্রীরামচন্দ্র কি শুধুমাত্র হিন্দুদের ঈশ্বর?
নামাজের সূরা পাঠ করার কি শুধু মুসলমানরাই অধিকারী?
নামাজ পাঠ অমুসলিমদের জন্যে নিষিদ্ধ? পাপ?
গীতা পাঠ কি শুধু হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ?
ব্রাহ্মণ হ'লে কোরাণ পাঠ করা যাবে না, নামাজ পড়া যাবে না এই কথা হিন্দুদের
কোন ধর্মগ্রন্থে লেখা আছে?
গীতা, ত্রিপিটক, বাইবেল, কোরআন, চৈতন্য চরিতামৃত, কথামৃত, সত্যানুসরণ ইত্যাদি গ্রন্থে নিবদ্ধ বাণী কি আলাদা আলাদা (ধর্ম নয়) মতের ঈশ্বরের বাণী!?
এইসব গ্রন্থ কি অন্য মতের অনুগামীদের কাছে নিষিদ্ধ?
হিন্দু, মুসলমান, খ্রিষ্ঠান, বৌদ্ধ ইত্যাদি ধর্ম নয় মত। সব মতের কি আলাদা আলাদা ঈশ্বর?
প্রত্যেক মতে আছে 'ঈশ্বর এক ও অদ্বিতীয়" তাহ'লে এতগুলো মতের বা জাতের এতগুলো জীবন্ত ঈশ্বর কেন!? তাঁরা কি আলাদা? তাঁরা কি পরস্পর বিরোধী?
ঈশ্বর বিশ্বাসী ও ধর্ম বিশ্বাসীরা কি মনে করেন ঈশ্বর স্বয়ং বিশেষ কোনো গোষ্ঠীর জন্যে শুধু নেবে আসেন?
তাঁর বলাগুলি কি শুধু তাঁর অনুগামী বা তাঁর সৃষ্ট মতাবলম্বীদের জন্যে?
এখন উত্তর কি?
----------------------প্রবি।
(রচনা ২০শে ডিসেম্বর ২০১৮)

No comments:

Post a Comment