তুমি ছাড়া নেই আর অন্য!
তোমার নামে প্রাণ আমার বন্য!
তোমার নাম কেবলি আমার অন্ন!
তোমার নামে প্রাণে প্রাণে
জাগে শিহরণ,
তোমার নামে ওঠে প্রাণে
নামের অনুরণন!
তোমার নামে প্রাণে, মধুরতা আনে!
তুমি আমার-ই!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
জাগে শিহরণ,
তোমার নামে ওঠে প্রাণে
নামের অনুরণন!
তোমার নামে প্রাণে, মধুরতা আনে!
তুমি আমার-ই!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
মনের মাঝে উঠল বেজে
নামের গুঞ্জন,
প্রাণে প্রাণে নামের পরশ
হৃদয় অনুরঞ্জন!
নবরুপে তুমি, আমার জীবন স্বামী
তুমি সবার-ই!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
নামের গুঞ্জন,
প্রাণে প্রাণে নামের পরশ
হৃদয় অনুরঞ্জন!
নবরুপে তুমি, আমার জীবন স্বামী
তুমি সবার-ই!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
তোমার দয়ার পরশ পেয়ে
প্রাণ হ’ল আকুল!
তোমার দরশন লাগি
হৃদয় আমার ব্যাকুল!
তোমার নাম আর তুমি,
অভেদ জানি;
আমি তোমার-ই!!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
প্রাণ হ’ল আকুল!
তোমার দরশন লাগি
হৃদয় আমার ব্যাকুল!
তোমার নাম আর তুমি,
অভেদ জানি;
আমি তোমার-ই!!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
জীবন জুড়ে আছো তুমি
আমার জীবন স্বামী!
জীবন খুঁজে পাবো হেথায়
তুমি অন্তর্যামী!
আমার জীবন (বীণার) মাঝে
তোমার সুর যে বাজে
রিনিঝিনি-ই-ই!!!!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
প্রকাশ বিশ্বাস।
( রচনা ১৮ই ডিসেম্বর'২০১৪ )
আমার জীবন স্বামী!
জীবন খুঁজে পাবো হেথায়
তুমি অন্তর্যামী!
আমার জীবন (বীণার) মাঝে
তোমার সুর যে বাজে
রিনিঝিনি-ই-ই!!!!
এ জীবন শুধুই তোমার জন্য
তুমি ছাড়া নেই আর অন্য!
প্রকাশ বিশ্বাস।
( রচনা ১৮ই ডিসেম্বর'২০১৪ )
( হে হে হে হে কোরা কাগজ থা ইয়ে মন মেরা সুরে এই গান)
No comments:
Post a Comment