তথাগতর ধ্যানে মগ্ন,
তথায় যাবো ব’লে।
হৃদয়বাণী পড়ে ঝ’রে
আকাশবাণীর মত
মনের মাঝে ঝিরঝিরিয়ে
মেঘমল্লার হ’য়ে---------
‘ফিরে চল মন, নিজ নিকেতনে’!!
নিগূঢ় রাত্রির নিস্তব্ধতার কলতান
গ্রাস করে ধ্যানস্থ আমায়;
নিয়ে যায় তথাগত সারথী হ’য়ে
হাত ধ’রে তথায় ‘নিজ নিকেতনে’!
নিকষ কালো অন্ধকার ফসফরাস হ’য়ে
আছড়ে পড়ে তথাগতর গায়!
সম্মোহিত আমি চলে যাই
হিমেল হাওয়ায় ভেসে
পিছু পিছু রাত্রির অন্ধকারকে
গায়ে মেখে নিশ্চিন্তে পরম নির্ভরতায়!
চলার পথে যেতে যেতে দেখি সেথায়
নীলাভ সেই আলোর মাঝে দাঁড়ায় এসে
ষড় রিপুর প্রথম রিপু,
স্বপ্নপরীর বেশে!
আলোর নাচন চোখের তারায়
অধরেতে কাঁপন ধরায়
মিষ্টি হেসে বলে আমায়,
‘যাচ্ছো কোথায়? এসো হেথায়!
হৃদ মাঝারে রাখবো তোমায়!
জীবন খুঁজে পাবে সেথায়!!!!!!
মন ছনছন, প্রাণ উচ্চাটন,
দেহের মাঝে টনটনানি!
পুরুষ হৃদয়, অশান্ত আমার
বিবেক করে টানাটানি;
আর তখন প্রথম রিপু বলে আমায়,
‘নপুংসক বন্ধু তুমি!
থাক, তোমায় আমি চিনি’।
অপমানে সত্তা আমার দিশেহারা।
মধুর হেসে সারথী বলে,
‘বীরভোগ্যা বসুন্ধরা’!
এমনিভাবে চলার পথে একে একে
রিপুরা সব আসে বন্ধুর বেশে
রামধনু রঙ মাখিয়ে গায়!
আর মধুর হেসে বরাভয় হাতে
প্রতিবার বলে ‘বীরভোগ্যা বসুন্ধরা’
সারথী আমায়!
তথাগতর ধ্যানে মগ্ন রিপু তাড়িত আমি।
‘বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ’
বসুন্ধরা ভোগে জীবন মাঝে জেনো
এই তিন বীরত্ব নেয় ভাগ;
আর শোনো বলি তোমায়,
হলাহল ভরা এই বিশ্ব মাঝে
অমৃতময় জীবন খুঁজে
পাবে হেথায়!
শুনি সারথীর আশ্বাস বাণী!
প্রকাশ বিশ্বাস।
( রচনা ১৮ই ডিসেম্বর'২০১৮)
Saturday, December 17, 2022
কবিতাঃ আশ্বাস বাণী!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment