Powered By Blogger

Friday, December 30, 2022

উপলব্ধিঃ চাওয়া পাওয়া।

স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা, মিছিলের প্রতিকুলে হাঁটা যে কি কঠিন তা একমাত্র ভুক্তভোগী মাত্রেই জানে। আর তা জীবনের সর্বক্ষেত্রেই। ধর্ম, রাজনীতি, শিক্ষা, ক্রীড়া ইত্যাদি সবক্ষেত্রেই। আর এখানেই সংঘাত।

এই সংঘাতময় জীবন নিয়েই পথ চলা।
প্রতারণার মুখোমুখি আমরা তখনই হই, আঘাত পাই যখন আমরা ভালোবাসার মহাসমুদ্র, প্রেমের আধার ঈশ্বরের মূর্ত রূপ জীবন্ত রক্তমাংসের পরমাত্মাকে বাদ দিয়ে অন্য কোনও সম্পর্কে জড়িয়ে বা অন্য কিছু জড়িয়ে নিয়ে বাঁচতে চাই। কাউকে প্রত্যাশাহীন আঁকড়ে ধরা তখনি সম্ভব হয় যখন আমরা পরম দয়ালকে প্রত্যাশাহীন ভালোবাসি। তবে আমার উপলব্ধি আমার নিজের জন্য; তাঁর কাছে কোনও আশা প্রত্যাশা বা চাওয়া পাওয়া নেই, কোনোদিন ছিলও না। তাই জীবনে চরম আঘাত, অপমান ছাড়া কোনোদিনও জাগতিক কিছুই পাইনি। স্রোতের বিরুদ্ধে, মিছিলের প্রতিকুলে হাঁটতে গিয়ে ক্ষতবিক্ষত পদযুগল। তবুও হেঁটে চলেছি।

আশা প্রত্যাশা, চাওয়া পাওয়া ছিল। হ্যাঁ ছিল, নিশ্চয়ই ছিল। কিন্তু সেই যেদিন থেকে এই আশা প্রত্যাশা, চাওয়া পাওয়ার ব্যাপারটা বোধের ঘরে ধরা পড়েছিল সেদিন থেকে আশা প্রত্যাশা, চাওয়া পাওয়া যা কিছু ছিল সব অন্যের জন্য ছিল; নিজের জন্য কোনওদিনই কিছু ছিল না। তবে জীবনে যখনই চরম কঠিন কষ্টের মধ্যে পড়ে বিষম হাবুডুবু খেয়েছি তখন দেখেছি একটা অদৃশ্য হাত এসে সামনে উপস্থিত হয়েছে। উদ্ধার পেয়েছি। অলৌকিকভাবে উদ্ধার পেয়েছি! যার ব্যাখ্যা জীবনের মহাসমুদ্রে নেই। সেটাকে চাওয়া পাওয়া বা আশা প্রত্যাশা বলা যেতে পারে। কিন্তু ঐ বিষম কষ্ট ভুলতে চাই কিন্তু পারি না। তাই দয়ালের কাছে প্রার্থনা জানাই আর যেন ঐ অসহ্য কষ্ট বাকী জীবনে না পাই এবং অন্য কেউ না পায়। এটাও হয়তো আমার চাওয়া বা আশা প্রত্যাশা।

আর, অর্থ-মান-যশ ইত্যাদি জীবনে কোওদিনই পাইনি কিন্তু অন্যের জন্য যখনই দয়ালের চরণে প্রার্থনা করেছি বিশ্বের নবম আশ্চর্যের মতো তা পূরণ হ'তে দেখেছি! দু'চোখ ভ'রে জল এসেছে। এই-ই ছিল আমার জীবনের চরম পরম চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা। প্রার্থনায় অন্যের দুঃখ কষ্ট সমস্যা দুর হ'তে দেখে আনন্দ হয়েছে, দয়ালের মায়াময় চোখের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে নীরবে একাকি ডুবে গেছি অনাবিল আনন্দে। কাউকে বলতে পারিনি, পারিনি শেয়ার করতে। আজও সেই ট্রাডিশান সমানে চলেছে।

এছাড়া আর আমি কোনওদিন কিছু চাইনি আর পাইওনি দয়ালের কাছে।
প্রবি।

No comments:

Post a Comment