তোমায় যদি বাসি-ই ভালো সবাইকে কেন পারি না ভালোবাসতে!
তোমার মধুর হাসির ঝলকে ঝলকিত আমি তবু পারি না কেন হাসতে!!
তোমার আলোয় আলোকিত আমি তবুও ঝরে না কেন আলো আমার অঙ্গে!
তোমার চলনে মজিনু আমি তবে কেন তব চলন চলে না মোর সঙ্গে!?
তোমার প্রেমে পাগল আমি তবুও পারি না আমি বিলাতে প্রেম!
তোমার হাতে হাত রেখে চলছি পথ তবে কেন পারি না ধরতে হাত অন্যের!?
তোমারে বেসেছি ভালো কিন্তু থাকি খারাপ বাসায়
ভালো বাসায় থাকলে পরে তবে অন্যেরে ভালোবাসা যায়।
ভালো বাসায় থাকলে পরে মুখেতে সদা মধু হাসি ঝরে
ভালো বাসায় আছে খাঁটি প্রেম থাকলে সেথায় হৃদয়ে উপচে পড়ে।
ভালো বাসায় আছে এক মজবুত-শক্ত হাত যেথায় আছে বরাভয়!
যে হাতে রাখলে হাত অন্যেরে জোগায় শক্তি, জাগায় ভক্তি, বলে,
ওরে ক্ষয় নাই, নাই ক্ষয়! আছে হেথায় পরম নিশ্চিন্ত এক আশ্রয়!!
এসো হেথায়, ছুটে এসো, চলে এসো, চলে এসো দলে দলে
জীবন খুঁজে পাবে হেথায়, যেথায় ফোটে পারিজাত ফুল আর
অমৃতবৃক্ষে অমৃত ফল ফলে!
ভালো বাসায় আছে খাঁটি ভালোবাসা আছে হাসির রত্নমালা
খুঁজে নাও সেই ভালো বাসা আর খুঁজে নাও সেই অমৃত হালা!
(রচনা ২০শে ডিসেম্বর'২০১৮)
No comments:
Post a Comment