ভুলের পাহাড় পড়ছে ভেঙে, পড়ছে ভেঙে মাথার ওপর
দিগন্ত কাঁপিয়ে আসছে ধেয়ে, আসছে ধেয়ে কালো প্রহর!
ভুলের কাঁটার পাহাড় মুকুট হ'য়ে বসছে গেঁথে মাথার 'পরে
দয়াল! বাঁচাও তুমি, বাঁচাও আমায়; যাবোই আমি এবার মরে।
আমার ভুলে ক্ষত আমি অন্যের ভুলে বিক্ষত;
জীবন আমায় দেখায় ভয়; বলে,
'আসছে দেখো ওই ঘোর আপদ-বিপদ শতশত!'
এমনি সময় হা রে রে রে ক'রে ঝড় ঝঞ্ঝা আসলো ভীষণ তেড়ে
দয়াল প্রভু! দয়াল আমার! তুমি ছাড়া আর নেই যে কেউ আমার
বরাভয় হাতে দাঁড়াও তুমি আমার পাশে, আমার হৃদয় পাড়ে
ভুলভুলাইয়ার ঘুলঘুলির দাও দুয়ার ভেঙে, দূর করে দাও আঁধার।
প্রভু! দূর ক'রে দাও আঁধার! থাকবো আমি তোমার চরণ তলে পরে।
প্রবি।
( আজকের দিনে ২০১৮ সালে লেখাটা লিখেছিলাম। লেখাটা চোখে পড়লো তাই পোষ্ট করলাম আবার নিজেকে নিজের ভুলের আয়নায় ফিরে দেখার জন্য।)
No comments:
Post a Comment